Fruit Selling Scam: সবজি কিনতে গিয়ে পকেট ফাঁকা! ৪০ লক্ষ টাকা হারাল ক্রেতারা, গ্রেফতার দুই
Fruit Selling Scam: তারপর সেই বিজ্ঞাপন দেখে কম দামে সবজি-বাজার করতে গিয়ে ৪০ লক্ষ টাকা খোয়ালেন দেশের নানা প্রান্তের ব্যবসায়ী। এরপর পুলিশের কাছে দায়ের অভিযোগ। দেশের প্রতিটি রাজ্যেই শুরু হল তল্লাশি।

লখনউ: সবজিপাতি বিক্রির নামে ৪০ লক্ষ টাকা জালিয়াতি। দুই সাইবার প্রতারককে গ্রেফতার করল উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগর পুলিশ। কিন্তু সবজি বিক্রি নামে কীভাবে চলে সাইবার প্রতারণা? দুই প্রতারকের কাণ্ড দেখে আশ্চর্য পুলিশও।
জানা গিয়েছে, সস্তায় ফল-সবজি দেওয়ার নামেই মানুষ ঠকিয়েছে এই দুই। যার জন্য তারা ব্যবহার করেছে বিভিন্ন সমাজমাধ্যম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুই প্রতারকের নিশানায় থাকত পাইকারি ব্যবসায়ীরা। সস্তায় সবজি দেওয়ার নামে এই ব্যবসায়ীদের টার্গেট করে ফেসবুক-ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দিয়েছিল তারা।
তারপর সেই বিজ্ঞাপন দেখে কম দামে সবজি-বাজার করতে গিয়ে ৪০ লক্ষ টাকা খোয়ালেন দেশের নানা প্রান্তের ব্যবসায়ী। এরপর পুলিশের কাছে দায়ের অভিযোগ। দেশের প্রতিটি রাজ্যেই শুরু হল তল্লাশি। অবশেষে দিল্লি-দেরাদুন জাতীয় সড়কের কাছে হদিশ মিলল এই দুই প্রতারকের। গ্রেফতার করল খাতুলি থানা। দুই যুবকের নাম, আহমেদ নয়াজ ও অমন।
ইতিমধ্যেই এই দুইকে গ্রেফতার করে ৯টি সিম কার্ড, তিনটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একাধিক ব্যাঙ্কের পাসবুক উদ্ধার করেছে পুলিশ। জেরায় তারা জানিয়েছে, প্রতারণা করে তোলা টাকায় বাড়ি-গাড়ি তৈরি করেছে তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২০ সাল থেকে এই প্রতারণা কারবার চালাচ্ছে তারা। ক্লাস এইট অবধি পড়াশোনা করে, তারপরে স্কুলের পাট চুকিয়ে নেমে পড়ে এই কাজে।





