AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

My Home Industries: খনন ক্ষেত্রে অসামান্য অবদান, লাগাতার ৩ বছর ঝুলিতে ফাইভ স্টার রেটিং

My Home Industries : বিভিন্ন রাজ্যগুলির খনি মন্ত্রীরা এবং দেশের বিভিন্ন প্রান্তের খনি ও খনিজ শিল্পের বিশিষ্ট ব্যক্তিরা এই কনক্লেভে যোগ দিয়েছিলেন। খনি-ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এই কনক্লেভে উদ্যোক্তাদের পুরষ্কার দেওয়া। 

My Home Industries: খনন ক্ষেত্রে অসামান্য অবদান, লাগাতার ৩ বছর ঝুলিতে ফাইভ স্টার রেটিং
লাগাতার তিন বছর ফাইভ স্টার রেটিং পেল My Home
| Edited By: | Updated on: Jul 12, 2022 | 11:23 PM
Share

হায়দরাবাদ : পরিবেশ-বান্ধব ভাবনার কথা মাথায় রেখে লাগাতার কাজ করে যাচ্ছে My Home Industries Private Limited। সংস্থার এই অসামান্য কৃতিত্বের কথা মাথায় রেখে কেন্দ্রীয় খনি মন্ত্রকের থেকে পরপর তিন বার স্বীকৃতি দেওয়া হল। মঙ্গলবার আজাদি কে অমৃত মহোৎসব উপলক্ষে রাজধানীতে খনি মন্ত্রকের তরফে কনক্লেভের আয়োজন করা হয়েছিল। দেশের অন্যতম বিখ্যাত সংস্থা My Home Industries খনি সংক্রান্ত ক্ষেত্রে লাগাতার চমকপ্রদ কাজের জন্য ফাইভ স্টার রেটিং পেয়েছে। আজাদি কে অমৃত মহোৎসবের অংশ হিসেবে খনি মন্ত্রক দিল্লির আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে একটি কনক্লেভের আয়োজন করে। বিভিন্ন রাজ্যগুলির খনি মন্ত্রীরা এবং দেশের বিভিন্ন প্রান্তের খনি ও খনিজ শিল্পের বিশিষ্ট ব্যক্তিরা এই কনক্লেভে যোগ দিয়েছিলেন। খনি-ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এই কনক্লেভে উদ্যোক্তাদের পুরষ্কার দেওয়া।

কেন্দ্রীয় খনি ও কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশী সারা দেশে খনি ও খনিজ ক্ষেত্রে অসামান্য কর্মক্ষমতা এবং সরকারের সমস্ত মাপকাঠি পূরণের জন্য নির্বাচিত খনি ব্লকগুলিকে সম্মানিত করেছেন। খনি ও কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশী My Home ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডকে ফাইভ স্টার রেটিং দিয়ে ভূষিত করেছেন। My Home Industries-এর তরফে সংস্থার ডিরেক্টর জুপল্লি রঞ্জিত রাও পুরস্কার গ্রহণ করেছেন। পুরস্কার হাতে নেওয়ার পর সংস্থার ডিরেক্টর জুপল্লি রঞ্জিত রাও বেশ কিছুক্ষণ মন্ত্রীর সঙ্গে কথাও বলেন। My Home ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডকে মেলাচের্ভু খনিতে চুনাপাথর খনির জন্য এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। এই পুরস্কারটি এর আগে ২০১৮-১৯ এবং ২০১৯-২০ সালেও পেয়েছিল সংস্থা। উল্লেখ্য, My Home ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড যখন খনন শুরু করেছিল, তখন ধারণ ক্ষমতা ছিল ২০ লাখ টন ধারণক্ষমতা। আজ এটি ১০০ লাখ টন ধারণ ক্ষমতায় পৌঁছে গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও খনি ও খনিজ মন্ত্রকের কনক্লেভে উপস্থিত ছিলেন।

কনক্লেভে অমিত শাহ বলেন, “আমি খুব খুশি যে বিগত আট বছরে অনেক সংস্কার করা হয়েছে। আজ এখানে বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হবে। রাষ্ট্রীয় খনি পুরস্কারও দেওয়া হবে এখানে। MTS-এর তিনটি মডিউলেরও সূচনা হবে। যে জেলাগুলিতে ভাল কাজ হয়েছে, সেগুলিকেও কৃতজ্ঞতা জানানো হবে।”

কেন্দ্রীয় খনি ও খনিজ মন্ত্রী প্রহ্লাদ জোশী কনক্লেভের উদ্বোধন করেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ খনিজ ও খনি খাত উন্নয়নের শীর্ষে পৌঁছে গিয়েছে। খনিজ উৎপাদন বেড়েছে।” তিনি আরও বলেন, “শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের পরামর্শ পেয়ে সরকার খনি নীতিতে অনেক পরিবর্তন আনা হয়েছে। কেন্দ্রীয় খনি ও খনিজ মন্ত্রীও খনির ক্ষেত্রে স্বনির্ভরতার উপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় খনি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাওসাহেব পাতিল দানভে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য নিয়েছে। খনি মন্ত্রক বেশ কিছু উদ্যোগ নিয়েছে যাতে সবার জন্য একটি লাভজনক পরিস্থিতি থাকে।” দানভে আরও জানান, গত আট বছরে ভারতের অনেক বিকাশ হয়েছে এবং অনেক স্বনির্ভর হয়ে উঠছে।

দেখুন ভিডিয়ো: