National Emblem: অশোক স্তম্ভের নকশার সঙ্গে কলকাতা-যোগ! নিয়মিত চিড়িয়াখানা যেতেন ‘আসল’ শিল্পী

Ashok Stambha: জাতীয় প্রতীক নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ৯ হাজার ৫০০ কেজি ওজন এবং ৬.৫ মিটার উচ্চতার নতুন জাতীয় প্রতীক উদ্ধোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদী।

National Emblem: অশোক স্তম্ভের নকশার সঙ্গে কলকাতা-যোগ! নিয়মিত চিড়িয়াখানা যেতেন আসল শিল্পী
ছবি: সংবাদ সংস্থা

| Edited By: অরিজিৎ দে

Jul 14, 2022 | 2:22 PM

নয়া দিল্লি: সম্পতি দিল্লির সংসদ ভবনের ছাদে নতুনরূপে নির্মিত জাতীয় প্রতীকে উদ্বোধনে করেছিলেন প্রধানমন্ত্রী। উদ্বোধন হওয়ার পর থেকে সংসদ ভবনে নবনির্মিত অশোক স্তম্ভের নকশা ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছিল। বিভিন্ন বিরোধীদলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল এই অশোক স্তম্ভের সঙ্গে আসলটির কোনও মিল নেই। শিল্পীদের যে দল এই অশোক স্তম্ভের নকশা তৈরি করেছে, সেই দলের অন্যতম সদস্য দীননাথ ভার্গবের পরিবারের পক্ষ থেকে সামনে আসা এক নতুন দাবি ঘিরে চর্চা শুরু হয়েছে। দীননাথের পরিবার জানিয়েছে, নিখুঁতভাবে অশোক স্তম্ভ নির্মাণের জন্য ওই শিল্পী প্রায় ৩ মাস বিভিন্ন সময় কলকাতার আলিপুর চিড়িয়াখানায় থাকা সিংহদের কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন। পরিবার জানিয়েছে, দীননাথকে তাঁর গুরু চিড়িয়াখানায় গিয়ে সিংহদের কাছ থেকে পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছিলেন।

২০১৬ সালে ৮৯ বছর বয়সে মধ্য প্রদেশের ইন্দোরে মারা গিয়েছিলেন দীননাথ। প্রখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু, যিনি সেই সময় শান্তিনিকেতন কলা ভবনের অধ্যক্ষ ছিলেন, তিনিই জাতীয় প্রতীক নির্মাণের বিশেষ দলে দীননাথকে বেছে নিয়েছিলেন। সেই সময় দীননাথ ফাইন আর্টসের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। সংবাদ সংস্থা পিটিআইকে দীননাথের ৮৫ বছর বয়সী স্ত্রী প্রভা ভার্গব বলেন, “ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের কলা ভবনের অধ্যক্ষ নন্দলাল বসুকে সংবিধানের মূল পাণ্ডুলিপি নকশা নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন। নন্দলাল অশোক স্তম্ভের নকশা তৈরি দায়িত্ব দীননাথকে দিয়েছিলেন।” জানা গিয়েছে, জাতীয় প্রতীক নির্মাণ দলে কৃপাল সিং শেখাওয়াত, জগদীশ মিত্তাল এবং গৌরী ভঞ্জও ছিলেন।

জাতীয় প্রতীক নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ৯ হাজার ৫০০ কেজি ওজন এবং ৬.৫ মিটার উচ্চতার নতুন জাতীয় প্রতীক উদ্ধোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদী। অশোক স্তম্ভ উদ্বোধনের পর থেকেই কেন্দ্র তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তাদের দাবি নব নির্মিত জাতীয় প্রতীকে অশোক স্তম্ভকে ‘বিকৃত’ করা হয়েছে। তাদের মতে নতুন অশোক স্তম্ভে থাকা সিংহগুলি অনেক বেশি ‘হিংস্র’ এবং তারা দাঁত বের করে রয়েছে। ডিজাইনার সুনীল দেওর এবং রোমিয়েল মোসেস জানিয়েছেন কোনওভাবেই নকশা বিচ্যুতি করা হয়নি। মূর্তিটি বিশালাকার এবং ছবি নিচ থেকে তোলা হয়েছে বলেই বুঝতে অসুবিধা হচ্ছে।