হায়দরাবাদ: তাঁর রয়্যাল এনফিল্ড মোটরবাইকে যতগুলি আসন আছে, তেলঙ্গানা বিধানসভা নির্বাচনে বিজেপি-কংগ্রেস মিলিতভাবে ততগুলি আসনও পাবে না। কংগ্রেস তথা রাহুল গান্ধীকে চরম কটাক্ষ করলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। এর আগে তেলঙ্গানায় বিআরএস, বিজেপি এবং এআইমিমের জোট রয়েছে বলে দাবি করেছিলেন রাহুল গান্ধী। তারই জবাবে, বুধবার কংগ্রেস সাংসদকে পাল্টা আক্রমণ করলেন ওয়াইসি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে করা এক পোস্টে ওয়াইসি দাবি লিখেছেন, “প্রত্যাশা মতোই রাহুল বাবার ‘বি-টিম’ কান্নাকাটি শুরু হয়েছে। আমার প্রশ্ন, কেন তিনি তাঁর আমেঠি আসনটি বিজেপিকে উপহার দিলেন? তেলঙ্গানায় বিজেপির বি-টিম থাকলে এখানে তারা এত দুর্বল কেন? কেন রাহুল বাবাকে নিরাপদ আসনের খোঁজে ওয়ানাড় যেতে হল? তেলঙ্গানা বিধানসভায় বিজেপি-কংগ্রেস-আরএসএস জোট যত আসন পাবে, আমার রয়্যাল এনফিল্ডে তার চেয়ে বেশি আসন রয়েছে।” প্রসঙ্গত, ওয়াইসির বাইক প্রীতি, বিশেষ করে, রয়্যাল এনফিল্ড বাইক প্রীতি সুপরিচিত। চলতি বছরের স্বাধীনতা দিবসের দিনও তাঁকে হায়দরাবাদের অলিতে-গলিতে জাতীয় পতাকা লাগানো বাইকে করে ঘুরতে দেখা গিয়েছিল।
মঙ্গলবার, তেলঙ্গানার মুলুগুতে এক নির্বাচনী সমাবেশ করেছিলেন রাহুল গান্ধী। সভায় তিনি দাবি করেছিলেন, তেলঙ্গানায় প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস এবং বিআরএস। বিজেপি লড়াইয়ে নেই। আসলে বিজেপি চায় তেলঙ্গানায় বিআরএস জিতুক। দুই দল তলায় তলায় একসঙ্গেই কাজ করছে বলে দাবি করেন তিনি। এরপরই বলেছিলেন, এআইমিমও তাদের সঙ্গে হাত মিলিয়েছে। বিজেপি এবং বিআরএস-এর গোপন আঁতাতের প্রমাণ হিসেবে রাহুল জানিয়েছিলেন, কৃষক বিল এবং জিএসটি বিলের মতো ক্ষেত্রে বিজেপিকে সমর্থন করেছে বিআরএস। সংসদে বিজেপি সবসময়ই বিআরএস-এর সমর্থন পেয়েছে। কংগ্রেসকে পরাজিত করতে তিন দলই একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছিলেন তিনি।
এই প্রেক্ষিতেই ওয়াইসি তাঁর এক্স হ্যান্ডেলে ওই জবাব দিয়েছেন। আসলে আসন্ন নির্বাচনে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর-এর বিআরএস দলকেই সমর্থন করছে এআইমিম। ওয়াইসি খোলাখুলি জানিয়েছেন, তিনি চান কেসিআর ফের তেলঙ্গানার মুখ্যমন্ত্রী হন। এআইমিমের প্রার্থীরাও যে যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই আসনগুলিতে তাঁরাও জিতবেন বলে দাবি করেছেন তিনি। ৩০ নভেম্বর তেলঙ্গানার ১১৯ আসনে বোট গ্রহণ করা হবে। গণনা হবে ৩ ডিসেম্বর। ২০১৪-য় প্রতিষ্ঠার পর থেকেই তেলঙ্গানার শাসন ক্ষমতায় আছে বিআরএস। ২০১৮-য় তারা ৮৮টি আসন জিতেছিল। কংগ্রেস দ্বিতীয় স্থানে থাকলেও, জিতেছিল মাত্র ১৯টি আসন। তবে এইবার, কংগ্রেসের জয়ের ভাল সুযোগ রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।