Nagaland Elections 2023: নাগাল্যান্ড নির্বাচনে স্পটলাইটে এই চার মহিলা, অপেক্ষায় ইতিহাস

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Feb 19, 2023 | 7:16 PM

Nagaland Elections 2023: ১৮৪ জন প্রার্থীর মধ্যে মাত্র চারজন মহিলা। তাঁরাই যাবতীয় আকর্ষণের কেন্দ্রে। জিতলেই গড়বেন নতুন ইতিহাস।

Nagaland Elections 2023: নাগাল্যান্ড নির্বাচনে স্পটলাইটে এই চার মহিলা, অপেক্ষায় ইতিহাস
এনডিপিপি-র প্রার্থী হেকানি জাখালু, সালহাউতুওনুও ক্রুস, কংগ্রেসের রোজি থমসন এবং বিজেপির কাহুলি সেমা (ডান দিক থেকে বাঁদিকে)

Follow Us

কোহিমা: ২৭ ফেব্রুয়ারি, নাগাল্যান্ডের ৬০ বিধানসভা আসনের নির্বাচন। মুখ্যমন্ত্রী নেইফিউ রিও-র এনডিপিপি দলের সঙ্গে জোট বেঁধে লড়ছে বিজেপি। তাদের ক্ষমতায় ফেরা আটকাতে প্রস্তুতি নিচ্ছে নাগা পিপলস ফ্রন্ট, কংগ্রেস, জনতা দল (ইউনাইটেড)-এর মতো দলগুলি। তবে, কোনও দল বা নেতা নয়, ২০২৩ সালের নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের আগে স্পটলাইটের আলোকবৃত্তে রয়েছেন রাজ্যের চার মহিলা প্রার্থী। ১৯৬৩ সালে প্রতিষ্ঠা হয়েছিল নাগাল্যান্ড রাজ্যের। তারপর থেকে ১৪টি বিধানসভা নির্বাচন হয়েছে। রাজ্যের নিবন্ধিত ভোটারদের প্রায় অর্ধেক, ৪৯.৭৯ শতাংশই মহিলা। অথচ, এখনও পর্যন্ত উত্তর-পূর্বের এই রাজ্যে একজনও মহিলা বিধায়ক নির্বাচিত হননি। এবারেও মোট ১৮৪ জন প্রার্থীর মধ্যে মাত্র চারজন মহিলা। তাই যাবতীয় আকর্ষণের কেন্দ্রে রয়েছেন এই চারজনই।

ডিমাপুর-৩ আসন থেকে শাসক দল এনডিপিপি প্রার্থী করেছে হেকানি জাখালুতে আর পশ্চিম আঙ্গামি আসনে সালহাউতুওনুও ক্রুসকে। এর পাশাপাশি আতোইজুতে বিজেপির প্রার্থী হয়েছেন কাহুলি সেমা এবং টেনিং আসনে কংগ্রেস টিকিট দিয়েছে রোজি থমসনকে। ৪৮ বছর বয়সী হেকানি জাখালু পড়াশোনা করেছেন আমেরিকায়। পেশায় তিনি একজন আইনজীবী। সেইসঙ্গে বিভিন্ন সামাজিক উদ্যোগে জড়িত তিনি। যুবক-যুবতীদের শিক্ষা এবং দক্ষতার বিকাশের লক্ষ্যে ‘ইউথনেট’ নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানও স্থাপন করেছেন তিনি। সামাজিক উদ্যোগের জন্য ‘নারী শক্তি পুরস্কার’-ও পেয়েছেন তিনি।

পশ্চিম আঙ্গামির এনডিপিপি প্রার্থী, ৫৬ বছরের সালহাউতুওনুও ক্রুস একজন সমাজকর্মী। গত ২৪ বছর ধরে তিনি বিভিন্ন এনজিও এবং সুশীল সমাজ সংস্থার সঙ্গে জড়িত তিনি। অতোইজুয়ের বিজেপি প্রার্থী কাহুলি সেমা ছিলেন রাজ্যের পূর্ত বিভাগের একজন চিফ ইঞ্জিনিয়ার। সুমি সম্প্রদায় থেকে তিনিই প্রথম মহিলা হিসেবে চিফ ইঞ্জিনিয়ার হয়েছিলেন, নাগা মহিলা হিসেবে এই ক্ষেত্রে তিনি দ্বিতীয়। ৫৭ বছর বয়সে স্বেচ্ছাবসর নিয়ে তিনি রাজনীতিতে পা রেখেছেন। এই চার মহিলার মধ্যে রাজনীতিতে সবথেকে অভিজ্ঞ টেনিং-এর কংগ্রেস প্রার্থী ৫৮ বছর বয়সী রোজি থমসন। গত শতাব্দীর আটের দশক থেকেই তিনি কংগ্রেসের সক্রিয় কর্মী। এই চারজনের মধ্যে অন্তত একজনও যদি জয়ী হন, তাহলেই ইতিহাস তৈরি হবে।

কিন্তু, এতদিনের মধ্যে নাগাল্যান্ড কেন একজনও মহিলা বিধায়ক পায়নি? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসলে কোনও রাজনৈতিক দলই মহিলাদের টিকিট দিতে আগ্রহী নয়। এতদিন পর্যন্ত নাগাল্যান্ডে যতজন মহিলা ভোটে দাঁড়িয়েছেন, কেউই মূল ধারার রাজনৈতিক দলগুলির টিকিট পাননি। অধিকাংশ মহিলাই নির্দল হিসেবে ভোটে লড়েছেন। অন্যান্য ক্ষেত্রে রাজনৈতিক দলগুলি মহিলাদের টিকিট দিলেও, তাঁদের এমন জায়গায় প্রার্থী করা হয়েছে যেখানে তাঁদের জয়ের কোনও সম্ভাবনা ছিল না। কিংবা এমনই শেষ মুহূর্তে টিকিট দেওয়া হয়েছে, যখন প্রচারের জন্য যথেষ্ট সময় ছিল না।

এর আগে ২০১৭ সালে, পুর নির্বাচনে ৩৩ শতাংশ মহিলাদের সংরক্ষণ কার্যকর করার চেষ্টা করেছিল নাগাল্যান্ড রাজ্য সরকার। কিন্তু, সরকারের সেই সিদ্ধান্ত মেনে নেয়নি সাধারণ মানুষ। হিংসাত্মক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, যার ফলে দুই জনের মৃত্যু হয়েছিল। ২০২২ সালের এপ্রিলে ফের একই সিদ্ধান্ত ঘোষণা করেছে সরকার। তবে পুর সংস্থার নির্বাচন এখনও হয়নি।

নির্বাচনে নাগাল্যান্ড একটি শুষ্ক রাজ্য কিন্তু ফেব্রুয়ারী 27-এর বিধানসভা নির্বাচনের প্রচারণা গতি লাভ করার সাথে সাথে, ফেক জেলার একটি মহিলা সংগঠন ভোটের প্রক্রিয়া চলাকালীন জেলার ভোটারদের প্ররোচিত করার জন্য দেওয়া মদের প্রবাহকে সীমাবদ্ধ করার জন্য চেক-গেট স্থাপন করেছে৷ ফেক চাখেসাং এবং পোচুরি উপজাতিদের দখলে রয়েছে যার চাখেসাং এলাকায় চারটি আসন সহ পাঁচটি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং পোচুরি উপজাতির মেলুরি নির্বাচনী এলাকার কিছু গ্রামও রয়েছে।

বিধানসভা নির্বাচনে মহিলাদের প্রতিনিধিত্ব কম থাকলেও, নির্বাচনে রাজ্যের মহিলাদের বড় দায়িত্ব দেওয়া হয়েছে। ভোট কিনতে অনেক সময়ই রাজনৈতিক দলগুলি মদ বিতরণ করে থাকেন। এই নিয়ে উদ্বেগ থেকে চাখেসাং মাদারস অ্যাসোসিয়েশন ফেক জেলায় প্রায় ১০০টি চেক পয়েন্ট স্থাপন করেছে। প্রতিষ্ঠানের দাবি, মদ বিতরণকে কেন্দ্র করে বহু মানুষ পরস্পর পরস্পরের শত্রু হয়ে পড়ে। এমনকি, একে কেন্দ্র করে হত্যাকাণ্ডও ঘটে। তাই মদ আটকাতে নজরদারির ব্যবস্থা করেছেন তাঁরা।

Next Article