
কোহিমা: ক্রমেই ‘ইন্টারনেট সেনসেশন’ হয়ে উঠছেন নাগাল্যান্ডের উচ্চশিক্ষা মন্ত্রী টেমজেন ইমনা অ্যালং। একদিন আগেই তাঁর নিজের-সহ উত্তর-পূর্ব ভারতের বাসিন্দাদের ‘কুঁতকুঁতে চোখ’ নিয়ে তাঁর করা মন্তব্যের ভিডিয়ো ফুটেজ ভাইরাল হয়েছিল। এবার নিজের ‘বউ’ নিয়ে তিনি এমন এক সাড়া জাগানো টুইট করলেন যে নড়েচড়ে বসলেন ‘শাদি ডট কম’ সংস্থার প্রতিষ্ঠাতা তথা শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার অন্যতম শার্ক অনুপম মিত্তল। আর তাঁদের দুই জনের টুইটার-আলাপ ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
গত শনিবার, এক ভাষণে উত্তর-পূর্ব ভারতের বাসিন্দাদের প্রতি বর্ণবিদ্বেষী মনোভাবের জবাব দিয়েছিলেন রসিকতায়। টেমজেন ইমনা বলেছিলেন, ছোট কুঁতকুঁতে চোখ হওয়ার জন্য তাঁর চোখে ময়লা ঢুকতে পারে না। তাছাড়া, তিনি মঞ্চে ঘুমিয়ে পড়লে লোক বুঝতেও পারে না। তার পরদিনই গুগল সার্চ ইঞ্জিন খুলে বিস্মিত হয়ে গিয়েছিলেন নাগাল্যান্ডের এই মন্ত্রী। কারণ তিনি দেখেছিলেন, গুগলে খুঁজছেন বহু মানুষ তাঁর স্ত্রীর খোঁজ করছেন।
kuch karna padega @ShaadiDotCom
— Anupam Mittal (@AnupamMittal) July 10, 2022
@AlongImna Could be a very long wait for @BeingSalmanKhan ? .. lekin aapka @ShaadiDotCom aur mujhe intezar rahega ?
— Anupam Mittal (@AnupamMittal) July 11, 2022
সার্চ প্রম্পটের একটি স্ক্রিনশট টুইটারে শেয়ার করেন টেমজেন ইমনা অ্যালং। সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘গুগল সার্চ দেখে আমি উত্তেজিত বোধ করছি। আমি এখনও তাঁর (স্ত্রীকে) সন্ধানে আছি!’ এর কিছুক্ষণ পরই নাগা মন্ত্রীর টুইটের জবাব দেন শাদি ডট কমের প্রতিষ্ঠাতা অনুপম মিত্তল। শাদি ডট কম-এর টুইটার হ্যান্ডেলকে ট্যাগ করে তিনি হিন্দিতে লেখেন, ‘আমাদের এই বিষয়ে কিছু করতে হবে।’ এর জবাবে আবার টেমজেন জানান, বলিউড অভিনেতা সলমন খান গাঁটছড়া বাঁধার পরই তিনি বিয়ে করবেন। এর উত্তরে অনুপম বলেন, সলমনের জন্য অপেক্ষা করাটা বেশ দীর্ঘ হতে পারে। কিন্তু টেমজেনের জন্য তিনি এবং শাদি ডট কম অপেক্ষা করছে। শাদি ডট কমের পক্ষ থেকেও টুইট করে বলা হয়, ‘আ যাও!’
On the occasion of #WorldPopulationDay, let us be sensible towards the issues of population growth and inculcate informed choices on child bearing.
Or #StaySingle like me and together we can contribute towards a sustainable future.
Come join the singles movement today. pic.twitter.com/geAKZ64bSr
— Temjen Imna Along (@AlongImna) July 11, 2022
তবে, সোমবার শাদি ডট কম এবং অনুপম মিত্তলকে হতাশ করেছেন টেমজেন ইমনা অ্যালং। এদিন ছিল বিশ্ব জনসংখ্যা দিবস। রাষ্ট্রসংঘের রিপোর্ট বলছে, আগামী বছরের মধ্যেই সর্বোচ্চ জনসংখ্যায় চিনকে ছাপিয়ে যেতে চলেছে ভারত। এদিন নাগাল্যান্ডের মন্ত্রী অ্যালং টুইটে নিজের একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গের ক্যাপশনে ধরা পড়েছে তাঁর রসবোধ। তিনি লিখেছেন, ‘আসুন বিশ্ব জনসংখ্যা দিবসে আমরা জনসংখ্যা বৃদ্ধির সমস্যাগুলির প্রতি যত্নবান হই এবং সন্তানের জন্ম দেওয়ার বিষয়ে জেনেশুনে তবেই সিদ্ধান্ত নিই। অথবা আমার মত ‘সিঙ্গল’ থাকুন। একসঙ্গে আমরা একটি স্থিতিশীল ভবিষ্যত গড়ে তোলায় অবদান রাখতে পারি। আসুন ‘সিঙ্গলস’ আন্দোলনে যোগ দিন।’