Temjen Imna Along: পুকুরের কাদায় আটকে নাজেহাল, নাগাল্যান্ডের মন্ত্রীকে নিয়ে হাসির রোল নেটদুনিয়ায়

তেমজেনের শেয়ার করা ভিডিয়োয় দেখা গিয়েছে, পুকুরে পড়ে গিয়েছেন তেমজেন। পুকুর থেকে ওঠার চেষ্টা করলেও পারছেন না তিনি। তাঁর শরীরের নিম্নাংশ রয়েছে জলে। দুহাত জলের পাশে কাদায় ভর দিয়ে ওঠার চেষ্টা করছেন তিনি। কিন্তু কিছুতেই পারছেন না। কারণ তাঁর স্থূলকায় চেহারা। তাঁর আশপাশে তিন জন রয়েছে।

Temjen Imna Along: পুকুরের কাদায় আটকে নাজেহাল, নাগাল্যান্ডের মন্ত্রীকে নিয়ে হাসির রোল নেটদুনিয়ায়
কাদায় বিপত্তিImage Credit source: Twitter

Feb 10, 2024 | 9:58 PM

কোহিমা: ফের সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে নাগাল্যান্ডের পর্যটন এবং উচ্চ শিক্ষা দফতরের মন্ত্রী তেমজেন ইমনা অ্যালং। সৌজন্যে একটি ভিডিয়ো। সেই ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করেছেন নাগাল্যান্ড বিজেপির সভাপতি। মজাদার সেই ভিডিয়ো দেখে নেটিজেনরা তো হেসেই কুপোকাত। তেমজেনও নিজের অবস্থা নিয়ে মজা করেছেন।

তেমজেনের শেয়ার করা ভিডিয়োয় দেখা গিয়েছে, পুকুরে পড়ে গিয়েছেন তেমজেন। পুকুর থেকে ওঠার চেষ্টা করলেও পারছেন না তিনি। তাঁর শরীরের নিম্নাংশ রয়েছে জলে। দুহাত জলের পাশে কাদায় ভর দিয়ে ওঠার চেষ্টা করছেন তিনি। কিন্তু কিছুতেই পারছেন না। কারণ তাঁর স্থূলকায় চেহারা। তাঁর আশপাশে তিন জন রয়েছে। কিন্তু তাঁরা চেষ্টা করে তুল পারছেন না নাগাল্যান্ডের মন্ত্রীকে। অবশেষে তাঁকে ধরে তোলা হল। তার পর বসানো হল এক চেয়ারে।

 

এই ঘটনার ভিডিয়ো শেয়ার করে তেমজেন নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, “আজ জেসিবি টেস্ট থা। এ গুলো সবই এনসিএপি রেটিং। গাড়ি কেনার আঘে এনসিএপি রেটিং অবশ্যই দেখুন। কারণ এটা আপনার জীবনের ব্যাপার।” নিজের পড়ে যাওয়া নিয়ে তেমজেনের এই রসিকতা বেশ মনে ধরেছে নেটিজেনদের। তাঁরাও এ বিষয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। পাশাপাশি মন্ত্রীর রসবোধেরও প্রশংসা করেছেন।