প্রেমিকা, প্রেমিকার ভাই ও ঠাকুমাকে খুন করে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক

বাড়িতে ছিল গুঞ্জনের ১০ বছরের ভাই ও ৭০ বছরের ঠাকুমা প্রমিলা মারুতি ধ্রুব। সেই সময়েই কথার ফাঁকে হঠাৎই গুঞ্জনকে ছুরি দিয়ে আঘাত করে মইন। ঘটনাস্থলেই মৃত্যু হয় গুঞ্জনের। অনতিপরেই, গুঞ্জনের ঠাকুমা ও দশ বছরের ভাই যশকেও একইভাবে খুন(Murder) করে মইন খান।

প্রেমিকা, প্রেমিকার ভাই ও ঠাকুমাকে খুন করে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক
প্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: Dec 12, 2020 | 4:15 PM

নাগপুর: প্রথমে নিজের প্রেমিকা। তারপর প্রেমিকার ১০ বছরের ভাই। শেষে প্রেমিকার ৭০ বছরের ঠাকুমা। পর পর তিনজনকেই ছুরিকাঘাতে খুন(Murder) করে নিজে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা(Suicide) করলেন বছর বাইশের এক যুবক। নাগপুরের(Nagpur) এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন : টি-শার্ট, জিন্স-এ ব্যান, খাদি পোশাক-চপ্পল পরার ‘নিদান’ সরকারের!

সংবাদ সংস্থা পিটিআই সূত্র(PTI) অনুযায়ী, নাগপুরের(Nagpur) মোমিনপুরার বাসিন্দা মইন খান বৃহস্পতিবার দুপুরে হাজারিপ্রসাদে তার প্রেমিকা গুঞ্জনের বাড়িতে যায়। বাড়িতে ছিল গুঞ্জনের ১০ বছরের ভাই ও ৭০ বছরের ঠাকুমা প্রমিলা মারুতি ধ্রুব। সেই সময়েই কথার ফাঁকে হঠাৎই গুঞ্জনকে ছুরি দিয়ে আঘাত করে মইন। ঘটনাস্থলেই মৃত্যু হয় গুঞ্জনের। অনতিপরেই, গুঞ্জনের ঠাকুমা ও দশ বছরের ভাই যশকেও একইভাবে খুন(Murder) করে মইন খান। খুনের পরেই ঘটনাস্থল ছেড়ে পালায় মইন।

আরও পড়ুন : লভ-জিহাদ সন্দেহে বিয়েতে বাধা, বিয়ের মণ্ডপ থেকে তুলে আনা হল মুসলিম দম্পতিকে

পুলিস সূত্রের খবর, বৃহস্পতিবারই হাজারিপ্রসাদে গুঞ্জনের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজনকেই মৃত বলে ঘোষণা করে চিকিৎসকমহল। পাশাপাশি, এদিন রাতেই মাকাপুর রেললাইনের থেকে মইনের কাটা দেহ উদ্ধার করে পুলিস। প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, সোশ্যাল মিডিয়াতেই গুঞ্জনের সঙ্গে আলাপ হয় মইনের। সেখান থেকেই প্রেম। কিন্তু, গুঞ্জনের বাড়ি থেকে এই সম্পর্ক মেনে না নেওয়ায় প্রতিহিংসাবশত খুন করে মইন। তারপর নিজেই আত্মহত্যা(Suicide) করে। মানসিক ভারসাম্যহীনতার জেরেই এই চূড়ান্ত পদক্ষেপ করে মইন অনুমান পুলিস কর্তাদের।