নয়া দিল্লি: লোকসভায় দাঁড়িয়ে বিরোধীদের কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বললেন, মোদীর উপর দেশবাসীর ভরসা খবরের কাগজ দেখে তৈরি হয়নি। টিভিতে সুন্দর সুন্দর ছবি দেখে মোদীর উপর মানুষের ভরসা তৈরি হয়নি। বরং তিনি তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত যেভাবে দেশের সেবায় নিয়োজিত করেছেন, দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য নিয়োজিত করেছেন, তার জন্যই দেশবাসী তাঁকে ভরসা করে। সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য রাখার সময় দৃপ্ত কণ্ঠে এই কথা শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এই কথাগুলি বলতেই লোকসভার অধিবেশন কক্ষ মোদী মোদী রব তোলেন বিজেপি সাংসদরা।
বিরোধীদের খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী বললেন, ‘মোদীর উপর দেশবাসীর যে ভরসা রয়েছে, তা এদের বোঝার ক্ষমতা নেই। বোঝার ক্ষমতার থেকে অনেক ঊর্ধ্বে এই বিষয়। প্রশ্ন করেন, দেশের ৮০ কোটি দেশবাসী যাঁরা বিনামূল্যে রেশন পাচ্ছেন, তারা কি কখনও বিরোধীদের উপর ভরসা করবেন? এক দেশ, এক রেশন কার্ডের মাধ্যমে দেশের যে কোনও প্রান্তে গরিব প্রান্তিক মানুষদের কাছে রেশন পরিষেবা পৌঁছে যায়। তাঁরা কীভাবে বিরোধীদের মিথ্যা অভিযোগের উপর কীভাবে ভরসা করবেন? যে কৃষকদের অ্যাকাউন্টে বছরে তিন বার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির আওতায় টাকা ঢুকছে, তাঁরা বিরোধীদের মিথ্যা অপবাদের উপর কীভাবে ভরসা করবেন? লোকসভায় প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর দাবি, দেশের সাধারণ মানুষজন কেন্দ্রীয় সরকারের থেকে যেভাবে বিভিন্ন পরিষেবা পাচ্ছে, তারপর আর বিরোধীদের মিথ্যা অভিযোগের উপর মানুষ ভরসা রাখবে না। তিনি বললেন, ‘কঠিন সময়ে মোদীই কাজে এসেছে। বিরোধীদের খোঁচাকে মানুষ কীভাবে মেনে নেবে? বিরোধীদের তোলা প্রতিটি অভিযোগ দেশের কোটি কোটি ভারতীয়কে ছুয়ে আসবে, যাদের জীবনযাত্রা বছরের পর বছর ধরে কঠিন করে তোলা হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘অনেকেই নিজের জন্য, নিজের পরিবারের জন্য সবকিছু করতে তৈরি। আর মোদী কোটি কোটি দেশবাসীর পরিবারের সদস্য। ১৪০ কোটি দেশবাসীর আশীর্বাদ, আমার সবথেকে বড় সুরক্ষা কবচ। গালি ও মিথ্যার অস্ত্রে এই সুরক্ষাকবচকে কখনও ভাঙা যাবে না। এটি বিশ্বাসের সুরক্ষা কবচ।’