
চলতি বছরের শেষে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তেলঙ্গানায়। বর্তমানে বিআরএস সরকারের শাসনে থাকা সেই রাজ্যে মঙ্গলবার প্রচারে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তেলঙ্গানায় গিয়ে এদিন সে রাজ্যের মহিলাদের প্রশংসা করেন মোদী। বলেন, 'আমার তেলঙ্গনার বোনেরা বিপ্লব এনেছে, তৈরি করেছে ইতিহাস।' একইসঙ্গে মহিলা সংরক্ষণ বিলের কথাও উল্লেখ করেছেন তিনি।

এদিন প্রধানমন্ত্রীকে ঘিরে সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নরেন্দ্র মোদীর কনভয় দেখে ক্যামেরা হাতে দাঁড়িয়ে পড়েন উপস্থিত কর্মী-সমর্থকেরা। প্রত্যেককে হাত নাড়িয়ে অভিবাদন জানান মোদী।

তেলঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে কড়া ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, একসময় এনডিএ-তে যোগ দিয়ে চেয়েছিলেন কে সি আর। কিন্তু মোদী নাকি তাঁকে যোগ দিতে দেননি।

প্রধানমন্ত্রী দাবি করেন, আগে তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকতেন কে সি আর, কিন্তু ওই ঘটনার পর থেকে নাকি মুখ্যমন্ত্রী আর চোখে চোখ রাখতে পারেন না।

প্রধানমন্ত্রী আরও দাবি করেছেন, কেন্দ্র তেলঙ্গানার বিআরএস সরকারকে টাকা দেওয়া সত্ত্বেও বিআরএস সরকার সেই টাকা সাধারণ মানুষকে না দিয়ে লুঠ করে নিয়েছে।