কোনও লুকোছাপা নয়, সব দলের নেতাদের আফগানিস্তানের পরিস্থিতি জানাতে চান নরেন্দ্র মোদী

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 23, 2021 | 3:45 PM

একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। আর সেখানেই পরিস্থিতি নিয়ে জানাতে বলা হয়েছে বিদেশ মন্ত্রককে।

কোনও লুকোছাপা নয়, সব দলের নেতাদের আফগানিস্তানের পরিস্থিতি জানাতে চান নরেন্দ্র মোদী
ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: কয়েকদিনের মধ্যেই পাল্টে গিয়েছে আফগানিস্তানের (Afghanistan) পরিস্থিতি। নাগরিকদের দেশে ফেরানোর প্রস্তুতি নেওয়ার আগেই রাজধানীর দখল নিয়েছে তালিবান (Taliban)। অন্ধকার দিন এগিয়ে আসছে, এই আতঙ্কে শুধু মার্কিন বা ভারতীয় নন, দেশ ছেড়ে পালাতে চাইছেন হাজার হাজার আফগান। ইতিমধ্যেই শতাধিক ভারতীয়কে ফিরিয়ে এনেছে নয়া দিল্লি। এখনও আটকে রয়েছেন আরও অনেকে।এই পরিস্থিতিতে সব রাজনৈতিক দলকে পরিস্থিতি সম্পর্কে অবগত করতে উদ্যোগী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে আলোচনার জন্য আগামী বৃহস্পতিবার একটো সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে।

জানা গিয়েছে, সব দলের নেতাদের আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে চান মোদী। এই বিষয়ে সব তথ্য জানানোর নির্দেশ দিয়েছেন বিদেশ মন্ত্রককে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইটে জানিয়েছেনম ‘বিদেশমন্ত্রককে সব রাজনৈতিক দলের নেতাদের আফগানিস্তান সম্পর্কে তথ্য দেওয়ার কথা বলেছেন নরেন্দ্র মোদী।

তবে মোদীর এই উদ্যোগেও খুশি নন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর প্রশ্ন, কেন বিদেশমন্ত্রক? কেন মোদী নিজে জানাবেন না? এ দিন জয়শঙ্করের টুইটের পরই একটি টুইটে রাহুল গান্ধী লিখেছেন, ‘মোদীজি নিজে কেন কথা বলতে পারবেন না? নাকি উনি জানেন না আফগানিস্তান কী হচ্ছে না হচ্ছে?

এর আগে গত ১৭ অগস্ট অর্থাৎ তালিবানের কাবুল দখলের পর কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠকে বসেছিলেন নরেন্দ্র মোদী। কী ভাবে আফগানিস্তান থেকে ভারতীয়দের ফেরানো যায়, সেই বিষয়েই আলোচনা হয়েছিল ওই বৈঠকে। বিদেশ মন্ত্রকের তরফে বারবারই জানানো হয়েছে যে, ভারতীয়দের ফেরাতে সবরকমের চেষ্টা জারি রেখেছে কেন্দ্র, তবে সবটাই নির্ভর করছে কাবুল বিমানবন্দরের পরিস্থিতির ওপরে।

আফগানিস্তান থেকে গতকালই দেশে ফিরলেন ১৬৮ জন যাত্রী। রবিবার সকালেই হিন্দন এয়ারবেসে অবতরণ করে সেই বিমান। আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে শুক্রবারই রওনা দিয়েছিল ভারতীয় বায়ুসেনার দুটি বিমান। প্রথম বিমানে ৮৫ জন যাত্রী দেশে ফিরে আসেন। সেই সময়ই জানা যায়, আরও একটি বিমানও রাতেই কাবুল বিমানবন্দর থেকে ছাড়বে। রবিবার সকালে বিমানটি অবতরণ করার পর জানা যায় মোট ১৬৮ জন দেশে ফিরেছেন। এদের মধ্যে ১০৭ জন ভারতীয় রয়েছেন। এছাড়াও ২৪ জন শিখ আফগান ও দুইজন আফগান সেনেটরও রয়েছেন। বর্তমানে তাদের আরটি-পিসিআর পরীক্ষা করানো হয়েছে। দু’জনের শরীরে করোনা সংক্রমণের হদিশও মিলেছে। পাশাপাশি আফগানিস্তানের নাগরিকদের বিনামূল্যে পোলিও ভ্যাকসিন দেওয়া হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য।

সরকারের তরফে এখনও অবধি চার দফায় বায়ুসেনার বিমানে ভারতীয়দের উদ্ধার করে আনা হয়েছে। তবে এখনও প্রায় এক হাজারের কাছাকাছি ভারতীয় কাবুলে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। আরও পড়ুন: পুজোর মুখেই চরমে ‘থার্ড ওয়েভ’! রিপোর্ট জমা পড়ল প্রধানমন্ত্রীর দফতরে

Next Article