Narendra Modi: প্রতিরক্ষায় বড় আপডেট, ছবি পোস্ট করলেন প্রধানমন্ত্রী মোদী

Oct 30, 2024 | 10:43 PM

Narendra Modi: স্টার্ট আপ সংস্থাগুলিকে আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ভারতের প্রতিরক্ষা ক্ষেত্র অপেক্ষা করছে। ইতিহাসের অংশ হতে আসুন আপনারাও। দরজা খোলা রইল। 

Narendra Modi: প্রতিরক্ষায় বড় আপডেট, ছবি পোস্ট করলেন প্রধানমন্ত্রী মোদী

Follow Us

নয়া দিল্লি: ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে এক বৈপ্লবিক ঘটনা। C-295 এয়ারক্রাফট উৎপাদন কেন্দ্র উদ্বোধন করার পর এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্পেনের প্রেসিডেন্ট পেড্রো স্যানচেজকে সঙ্গে নিয়ে ভদোদরায় ওই কমপ্লেক্সের উদ্বোধন করেছেন মোদী।

মাত্র দু’বছরে এই পুরো পরিকল্পনা রূপায়ন করা হয়েছে বলে একটি পোস্টে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে কীভাবে অগ্রগতি হচ্ছে, সেই খতিয়ানও তুলে ধরেছেন মোদী।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, ২০২৩-২৪ অর্থবর্ষে ১.২৭ লক্ষ কোটি টাকার উৎপাদন বেড়েছে প্রতিরক্ষা খাতে। এই ক্ষেত্রে রফতানিও বেড়েছে উল্লেখযোগ্য হারে। ১০ বছরে ১ হাজার কোটি থেকে ২১,০০০ কোটি হয়ে গিয়েছে রফতানির অঙ্ক। গত ৩ বছরে অন্তত ১২,৩০০টি পণ্য ভারতে উৎপাদন করা সম্ভব হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মোদী আরও উল্লেখ করেছেন, দেশে তৈরি যুদ্ধজাহাজ চালু হয়েছে, ভারতে তৈরি মিসাইলও নজর কাড়ছে প্রতিরক্ষা ক্ষেত্রে। ভারতে তৈরি বুলেট প্রুফ জ্যাকেটের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে বারবার আত্মনির্ভর হওয়ার কথা বলেছেন। সেই পথেই যে আরও একধাপ এগোল ভারত, সে কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। স্টার্ট আপ সংস্থাগুলিকে আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ভারতের প্রতিরক্ষা ক্ষেত্র অপেক্ষা করছে। ইতিহাসের অংশ হতে আসুন আপনারাও। দরজা খোলা রইল।

Next Article