Narendra Modi: আধার, UPI-এর প্রশংসা করছেন বিশ্বনেতারাও, বললেন মোদী

Narendra Modi: প্রযুক্তির ব্যবহার অর্থনীতিতে বিশেষ প্রভাব ফেলছে, বিশেষ দরিদ্র জনসংখ্যার কথাও ভাবা হচ্ছে বলে উল্লেখ করেছেন মোদী।

Narendra Modi: আধার, UPI-এর প্রশংসা করছেন বিশ্বনেতারাও, বললেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি।Image Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 26, 2023 | 2:16 PM

নয়া দিল্লি: উদ্ভাবনের ক্ষেত্রে ভারতের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, তা আরও একবার বোঝালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষত ডিজিটাল প্লাটফর্মের ক্ষেত্রে ভারত যেভাবে এগিয়েছে, বিজনেস টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে সে কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ভারতের এই উদ্ভাবন যেভাবে এগোচ্ছে তা বিশ্বের কাছে প্রশংসিত হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। মোদী জানান, ৪৬ শতাংশ পেমেন্টের ক্ষেত্রে এখন ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হয় ভারতে।

এই প্রসঙ্গে আধার, ইউপিআই, কো-উইন, প্রধানমন্ত্রী জন ধন যোজনার মতো বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। সাক্ষাৎকারে তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার অর্থনীতিতে বিশেষ প্রভাব ফেলছে। বিশেষ দরিদ্র জনসংখ্যার কথাও ভাবা হচ্ছে। বিভিন্ন সময় অন্যান্য বিশ্বনেতারাও ডিজিটাল মাধ্যমের প্রশংসা করেছেন বলে উল্লেখ করেছেন মোদী।

মোদী জানিয়েছেন, এই বিষয়ে ভারতের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন কীভাবে প্রযুক্তির সাহায্যে গ্রামের প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাচ্ছে বিভিন্ন পন্য।

উল্লেখ্য, গত কয়েক বছরে লেনদেনের মাধ্যম হিসেবে ইউপিআই-এর জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে। প্রায় সব স্তরের মানুষ এই মাধ্যম ব্যবহার করছেন। সম্প্রতি ব্রিকস সামিটেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ের উল্লেখ করেন। মোদী আরও জানিয়েছেন, ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে সবার ওপরে রয়েছে ভারত।