AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi: ‘পশ্চিমবঙ্গ থেকেও মুছে যাবে জঙ্গলরাজ’, বিহার জয়ের পর হুঙ্কার মোদীর

Narendra Modi: ২০২৬-এ বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে বিহারে গেরুয়া শিবিরের এই বিপুল জয় দেখে বঙ্গ বিজেপির নেতারা যে উৎসাহিত, তা বলার অপেক্ষা রাখে না। এদিন সকাল থেকেই কলকাতার রাস্তায় দেখা গিয়েছে বিজেপির জয়ের উচ্ছ্বাস।

Narendra Modi: 'পশ্চিমবঙ্গ থেকেও মুছে যাবে জঙ্গলরাজ', বিহার জয়ের পর হুঙ্কার মোদীর
| Updated on: Nov 14, 2025 | 8:31 PM
Share

নয়া দিল্লি: বিহারের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হল শুক্রবার। আর সেই সঙ্গেই শুরু হয়ে গেল বাংলার ভোটের কাউন্টডাউন। আগামী বছরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। সেই ভোটকে সামনে রেখে এবার হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। রাত পর্যন্ত প্রায় ৯০টি আসনে এগিয়ে গিয়েছে বিজেপি, জেডিইউ ৮৪-র বেশি আসনে এগিয়ে। এনডিএ-র সরকার গঠন নিশ্চিত হওয়ার পরই বাংলায় নজর দেওয়ার ইঙ্গিত মোদীর।

শুক্রবার সন্ধ্যায় বিজেপির হেডকোয়ার্টারে উপস্থিত হয়ে বিহারের মানুষকে ধন্যবাদ দেন মোদী। তিনি বলেন, “বিহারে আর কখনও জঙ্গলরাজ ফিরবে না। এই জয় বিহারের সেই মা-বোনদের জয়, যারা দিনের পর দিন জঙ্গলরাজ সহ্য করেছে। বিহার দেখাল মিথ্যার হার হয়, মানুষের বিশ্বাসের জয় হয়।”

বক্তব্যের শেষে বিজেপির কর্মীদের ধন্যবাদ জানিয়ে মোদী বলেন, “কর্মীরাই এই সাফল্যের কারণ। আজকের এই ফলাফলে কেরল, তামিলনাড়ু, পুদুচেরী, অসম, পশ্চিমবঙ্গের কর্মীদের মধ্যে নতুন উৎসাহ দিয়েছে।” এরপর পশ্চিমবঙ্গ নিয়ে বার্তা দিয়ে মোদী বলেন, “বাংলার ভাই-বোনদের আশ্বস্ত করছি। আপনাদের সঙ্গে মিলে বিজেপি পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজ সরিয়ে দেবে।”

২০২৬-এ বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে বিহারে গেরুয়া শিবিরের এই বিপুল জয় দেখে বঙ্গ বিজেপির নেতারা যে উৎসাহিত, তা বলার অপেক্ষা রাখে না। এদিন সকাল থেকেই কলকাতার রাস্তায় দেখা গিয়েছে বিজেপির জয়ের উচ্ছ্বাস। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “একসময় অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ এক ছিল। অঙ্গ (বিহার) জয় হল, কলিঙ্গ (ওড়িশা) জয় হয়েছে। এবার বঙ্গ।”