Longest River Cruise Ganga Vilas: থাকবে জিম-স্পা, পথে পড়বে বাংলাদেশ, কেমন হবে ভারতের ‘গঙ্গা বিলাস’, দেখুন ছবিতে

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 07, 2023 | 2:10 PM

Longest River Cruise Ganga Vilas: এই ক্রুজ শুধু ভারতের দর্শনীয় স্থান নয়, পরিক্রমা করবে বাংলাদেশের অনেক উল্লেখযোগ্য জায়গাও।

1 / 6
বিশ্বের দীর্ঘতম রুটের ক্রুজ 'গঙ্গা বিলাস।'

বিশ্বের দীর্ঘতম রুটের ক্রুজ 'গঙ্গা বিলাস।'

2 / 6
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, ৫০ দিন ধরে ৩২ হাজার কিলোমিটার পথ পেরবে এই ক্রুজ। বেশ কয়েকটি 'হেরিটেজ' সহ মোট ৫০ টি গুরুত্বপূর্ণ স্থাপত্য দর্শন করার সুযোগ পাবেন পর্যটকেরা।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, ৫০ দিন ধরে ৩২ হাজার কিলোমিটার পথ পেরবে এই ক্রুজ। বেশ কয়েকটি 'হেরিটেজ' সহ মোট ৫০ টি গুরুত্বপূর্ণ স্থাপত্য দর্শন করার সুযোগ পাবেন পর্যটকেরা।

3 / 6
গঙ্গা বিলাসের পথে পড়বে সুন্দরবন, কাজিরাঙা জাতীয় উদ্যান। আর ক্রুজে থাকবে বিলাস ও বিনোদনের সমস্ত উপকরণ। থাকবে জিম, স্পা। গান ও বিনোদনমূল অনুষ্ঠানেরও ব্যবস্থা থাকবে এতে।

গঙ্গা বিলাসের পথে পড়বে সুন্দরবন, কাজিরাঙা জাতীয় উদ্যান। আর ক্রুজে থাকবে বিলাস ও বিনোদনের সমস্ত উপকরণ। থাকবে জিম, স্পা। গান ও বিনোদনমূল অনুষ্ঠানেরও ব্যবস্থা থাকবে এতে।

4 / 6
এই ক্রুজে ৮০ জন যাত্রী উঠতে পারবেন। এতে থাকছে ১৮ টি স্যুট। হুগলি নদী থেকে বারাণসী পর্যন্ত নদীপথে যা যা পড়বে, তা সবই পরিদর্শন করতে পারবেন যাত্রীরা।

এই ক্রুজে ৮০ জন যাত্রী উঠতে পারবেন। এতে থাকছে ১৮ টি স্যুট। হুগলি নদী থেকে বারাণসী পর্যন্ত নদীপথে যা যা পড়বে, তা সবই পরিদর্শন করতে পারবেন যাত্রীরা।

5 / 6
বারাণসী থেকে যাত্রা শুরু করে এই ক্রুজ পৌঁছবে পাটনা, তারপর বক্সার, গাজীপুর। পরের গন্তব্য হবে কলকাতা। ফরাক্কা পেরিয়ে এটি এগিয়ে যাবে বাংলাদেশের দিকে। সেখানে ১৫ দিন কাটিয়ে চলে যাবে গুয়াহাটি।

বারাণসী থেকে যাত্রা শুরু করে এই ক্রুজ পৌঁছবে পাটনা, তারপর বক্সার, গাজীপুর। পরের গন্তব্য হবে কলকাতা। ফরাক্কা পেরিয়ে এটি এগিয়ে যাবে বাংলাদেশের দিকে। সেখানে ১৫ দিন কাটিয়ে চলে যাবে গুয়াহাটি।

6 / 6
এই ক্রুজ শুধু ভারতের দর্শনীয় স্থান নয়, পরিক্রমা করবে বাংলাদেশের অনেক উল্লেখযোগ্য জায়গাও। শতাব্দী প্রাচীন মসজিদ থেকে শুরু করে ভূতুড়ে শহর সোনারগাঁও পেরবে এটি।

এই ক্রুজ শুধু ভারতের দর্শনীয় স্থান নয়, পরিক্রমা করবে বাংলাদেশের অনেক উল্লেখযোগ্য জায়গাও। শতাব্দী প্রাচীন মসজিদ থেকে শুরু করে ভূতুড়ে শহর সোনারগাঁও পেরবে এটি।

Next Photo Gallery
Biriyani: বিরিয়ানি বিপত্তি! অনলাইনে অর্ডার দেওয়া খাবার খেয়েই যুবতীর মৃত্যু?
Delhi Weather Update: দিল্লিতে দেড়, রাজস্থানে শূন্য- পৌষেই টের পাচ্ছে বাঘ…দেখুন ছবিতে