Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sunita Williams: পৃথিবীতে এলেও বাড়িতে যাওয়া ‘মানা’ সুনীতাদের

Sunita Williams: ১৭ ঘণ্টার যাত্রা শেষে ভারতীয় সময় বুধবার ভোর ৩টে ২৭ মিনিটে ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করে স্পেসএক্সের ড্রাগন মহাকাশযান। মহাকাশচারীদের ড্রাগন ক্যাপসুল থেকে বের করার সময় হাসিমুখে হাত নাড়তে দেখা যায় সুনীতাকে।

Sunita Williams: পৃথিবীতে এলেও বাড়িতে যাওয়া 'মানা' সুনীতাদের
২৮৬ দিন পর পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামসImage Credit source: NASA
Follow Us:
| Updated on: Mar 19, 2025 | 10:53 AM

ফ্লোরিডা: মহাকাশে থাকার কথা ছিল ৮ দিন। সেটাই বাড়তে বাড়তে দাঁড়ায় ২৮৬ দিন। অর্থাৎ ২৭৮ দিন বেশি। ৯ মাসের বেশি মহাকাশ স্টেশনে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী বুচ উইলমোর। তাঁদের সঙ্গে ফিরেছেন আরও দুই মহাকাশচারী। ২৮৬ দিন পর পৃথিবীতে ফিরে নানা শারীরিক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে সুনীতাদের। কী কী সেই প্রক্রিয়া, জানাল নাসা।

১৭ ঘণ্টার যাত্রা শেষে ভারতীয় সময় বুধবার ভোর ৩টে ২৭ মিনিটে ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করে স্পেসএক্সের ড্রাগন মহাকাশযান। মহাকাশচারীদের ড্রাগন ক্যাপসুল থেকে বের করার সময় হাসিমুখে হাত নাড়তে দেখা যায় সুনীতাকে। বুচ ও সুনীতার সঙ্গে মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরেছেন আমেরিকার মহাকাশচারী নিক হগ এবং রাশিয়ার নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ। এই ২ জন ১১৭ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সুনীতাদের সঙ্গে পৃথিবীতে ফিরলেন।

৯ মাস পর পৃথিবীতে ফিরে কি পরিবারের সঙ্গে এখনই দেখা করতে পারবেন সুনীতা ও বুচ? নাসা অবশ্য বলছে, এখনই তা সম্ভব নয়। আপাতত বছর ঊনষাটের সুনীতা ও বছর বাষট্টির উইলমোরকে হিউস্টনে জনসন স্পেস সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে ক্রু কোয়ার্টারে রাখা হবে তাঁদের। শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলবে। বিশেষজ্ঞরা বলছেন, সুনীতাদের কথা বলার ধরনে পরিবর্তন আসতে পারে। তাই মেন্টাল সাপোর্টে জোর দেওয়া হবে। নিয়মিত ফিজিওথেরাপি হবে। যাতে মাসল ও হাড় স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরতে পারে। ৪৫ দিন ধরে রিহ্যাব চলবে দুই মহাকাশচারীর। এই সময়ে মহাকাশ স্টেশনে নিজেদের অভিজ্ঞতার কথা জানাবেন সুনীতারা।

মহাকাশ স্টেশন থেকে ফেরার পর সুনীতাদের শারীরিক সমস্যা নিয়ে পজিশনাল অ্যাস্ট্রোনমির প্রাক্তন ডিরেক্টর সঞ্জীব সেন বলেন, “৯ মাস ধরে ওজনশূন্য অবস্থায় ছিলেন তাঁরা। পৃথিবীতে আমাদের অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। মাংসপেশির কাজ হয়। কিন্তু, ওজনশূন্য অবস্থায় মাংসপেশির কোনও কাজ হয় না। সেজন্য দেখা গিয়েছে, মহাকাশ স্টেশনে দিনের একটা সময় মহাকাশচারীরা ব্যায়াম করছেন। তা সত্ত্বেও সবকিছু একদম পৃথিবীর মতো হওয়া সম্ভব নয়। তাই, একদম স্বাভাবিক অবস্থায় আসতে কিছুদিন সময় লাগবে।”

প্রসঙ্গত, গত বছরের জুন মাসে বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে চেপে মহাকাশ স্টেশনের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাঁদের থাকার কথা ছিল ৮ দিন। কিন্তু, স্টারলাইনারের যান্ত্রিক ত্রুটির কারণে তাঁদের ফিরিয়ে আনার প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। অবশেষে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের ক্রু-৯ মহাকাশযান সুনীতাদের পৃথিবীতে ফিরিয়ে আনল। এদিকে, সুনীতারা নির্বিঘ্নে পৃথিবীর মাটিতে পা রাখতেই গুজরাটের মেহসানায় সুনীতার পৈতৃক গ্রামে আনন্দে মেতে ওঠেন গ্রামবাসীরা। অকাল দীপাবলি শুরু হয়। আতশবাজি জ্বালিয়ে আনন্দে মেতে ওঠেন সবাই।