SIR: অক্টোবর থেকে দেশজুড়েই শুরু হতে পারে SIR: সূত্র

Nation Wide SIR: এবার দেশজুড়েই শুরু হতে চলেছে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআর। এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। জানা গিয়েছে, অক্টোবর মাস থেকে ভোটার তালিকায় সংশোধন শুরু হতে পারে। ইতিমধ্যেই সেই সবুজ সংকেত দিয়েছে।  

SIR: অক্টোবর থেকে দেশজুড়েই শুরু হতে পারে SIR: সূত্র
ফাইল ফোটোImage Credit source: X

|

Sep 10, 2025 | 7:31 PM

নয়া দিল্লি: শুধু বিহার নয়, এবার দেশজুড়েই শুরু হতে চলেছে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআর (SIR)। এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। জানা গিয়েছে, অক্টোবর মাস থেকে ভোটার তালিকায় সংশোধন শুরু হতে পারে। ইতিমধ্যেই সেই সবুজ সংকেত দিয়েছে।

সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক হয় এসআইআর নিয়ে। রাজ্যগুলির প্রস্তুতি কেমন, তা খতিয়ে দেখা হয়। বিহারের পর এবার দেশজুড়েই এসআইআর শুরু হতে চলেছে।

সূত্রের খবর, বিহার নির্বাচন ঘোষণা হওয়ার আগেই স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর শুরু হয়ে যেতে পারে। আজ কনফারেন্স কাম ওয়ার্কশপে মুখ্য় নির্বাচনী আধিকারিকদের কাছে জানতে চাওয়া হয়, এসআইআর নিয়ে তাদের প্রস্তুতি কতটা। তাতে অধিকাংশ আধিকারিকই জানান যে সেপ্টেম্বরের মধ্যে গ্রাউন্ডওয়ার্ক শেষ হয়ে যাবে। অক্টোবরেই এসআইআর শুরু হতে পারে।

সাড়ে তিন ঘণ্টার এই বৈঠকে নির্বাচন কমিশন সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের একটি তালিকা তৈরি করতে বলেন যা এসআইআর প্রক্রিয়ার সময় ভোটারদের তথ্য যাচাইয়ে গণ্য করা হবে। যেমন উত্তর-পূর্বের রাজ্য বা উপকূল অঞ্চলে যেখানে আদিবাসী জনসংখ্যা বেশি, সেখানে তাদের তথ্য যাচাইয়ের জন্য বাসস্থানের সার্টিফিকেট বা জনজাতি পরিচয়ের সার্টিফিকেট গণ্য করা হবে।

জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় নিবিড় পরিমার্জনের উদ্দেশ্য হল ভোটার তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়া। এছাড়া যারা ঠিকানা বদল করেছেন বা একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে কিংবা ভারতীয় নাগরিকের প্রমাণ নেই, তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।