QR Code in Sign Board: হাইওয়েতে সাইনবোর্ডে বসবে QR Code, স্ক্যান করলেই কী জানতে পারবেন?

NHAI: অনেকের কাছেই অ্যাম্বুল্যান্সের নম্বর থাকে না। আবার অনেকে কোন রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই তথ্যও জানেন না। এমন বিপদে যাতে আর না পড়তে হয়, তার জন্য বড় পদক্ষেপ করতে চলেছে ন্যাশনাল হাইওয়েজ অথারিটি অব ইন্ডিয়া (NHAI)। এবার থেকে জাতীয় সড়কের সাইনবোর্ডে থাকবে কিউআর কোড।

QR Code in Sign Board: হাইওয়েতে সাইনবোর্ডে বসবে QR Code, স্ক্যান করলেই কী জানতে পারবেন?
ফাইল চিত্রImage Credit source: TV9 বাংলা

|

Oct 04, 2025 | 7:16 PM

নয়া দিল্লি: মাঝরাস্তায় হঠাৎ কোনও বিপদ ঘটলে বা দুর্ঘটনা ঘটলে দিশেহারা হয়ে পড়েন সবাই। অনেকের কাছেই অ্যাম্বুল্যান্সের নম্বর থাকে না। আবার অনেকে কোন রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই তথ্যও জানেন না। এমন বিপদে যাতে আর না পড়তে হয়, তার জন্য বড় পদক্ষেপ করতে চলেছে ন্যাশনাল হাইওয়েজ অথারিটি অব ইন্ডিয়া (NHAI)। এবার থেকে জাতীয় সড়কের সাইনবোর্ডে থাকবে কিউআর কোড। স্ক্যান করলেই যাবতীয় তথ্য জানতে পারবেন। সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে হাইওয়েতে যাতায়াতের সুবিধার জন্য এই ব্যবস্থা করা হবে।

কেন্দ্রের তথ্য অনুযায়ী, এবার থেকে হাইওয়ের উপরে সাইনবোর্ডে কিউআর কোড থাকবে। ওই কিউআর কোড স্ক্যান করলেই প্রজেক্ট সংক্রান্ত যাবতীয় তথ্য জানা যাবে, যেমন হাইওয়ের নম্বর, প্রজেক্টের দৈর্ঘ্য, কতদিনে রাস্তা তৈরি হয়েছে, কে রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি ইমার্জেন্সি হেল্পলাইন নম্বরগুলিও থাকবে। হাইওয়ে পেট্রল, টোল ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার, রেসিডেন্ট ইঞ্জিনিয়ার, এনএইচএআই ফিল্ড অফিসের তথ্যও থাকবে।

হাইওয়েতে দুর্ঘটনা বা অন্য কোনও বিপদ ঘটলে, এই কিউআর কোড স্ক্যান করে হাসপাতাল, পেট্রোল পাম্প, টয়লেট, পুলিশ স্টেশন, রেস্তোরাঁ, গাড়ি সারাই দোকান, টোল প্লাজা, ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশনের তথ্যও জানা যাবে। এই তথ্যগুলি সহজেই পেলে, বিপদের সময়ে সাধারণ মানুষের উপকার হবে।

আরও ভালভাবে দেখার জন্য সাইনবোর্ডগুলিকে টোল প্লাজা, বিশ্রামের জায়গা, ট্রাক লে-বে-র মতো জায়গায় বসানো হবে। ইতিমধ্য়েই এই কাজ শুরু হয়ে গিয়েছে। ডিজিটাল মাধ্যমে লক্ষ লক্ষ যাত্রীকে সুবিধা দেওয়া হবে।