নয়া দিল্লি: চিকিৎসকদের জন্য কড়া নিয়ম আনল ন্যাশনাল মেডিক্যাল কমিশন। এনএমসি-র তরফে জানানো হল, চিকিৎসক ও তাদের পরিবার কোনও ফার্মা কোম্পানি বা মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের কাছ থেকে কোনও ধরনের উপহার, ভ্রমণের সুযোগ, হসপিটালিটি, টাকা বা অন্য ধরনের কোনও সুযোগ-সুবিধা নিতে পারবেন না। এনএসসি-র তরফে নতুন নির্দেশিকায় এই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে।
গত ২ অগস্ট ন্যাশনাল মেডিক্যাল কমিশনের তরফে “রেজিস্টার মেডিক্যাল অনুশীলনকারীদের পেশাগত আচরণ সংক্রান্ত নিয়মবিধি” প্রকাশ করা হয়। ওই নির্দেশিকায় জানানো হয়, চিকিৎসকরা রোগীদের কাছে কোনও ধরনের ওষুধ, ড্রাগ বা চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রের বিজ্ঞাপন বা প্রচার করতে পারবেন না। জেনেরিক ওষুধের নামই লিখতে হবে প্রেসক্রিপশনে। নিয়মের অন্যথা করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে।
ওই নির্দেশিকা অনুযায়ী, যদি কোনও রোগী বা স্বীকৃত অ্যাটেন্ডেন্ট স্বীকৃত চিকিৎসকের কাছে হাসপাতালে ভর্তি রোগীর মেডিক্য়াল রেকর্ড জানতে চান, তবে তা নিয়ম অনুযায়ী গ্রহণ করতে হবে এবং পাঁচদিনের মধ্যে সেই তথ্য জানাতে হবে। যদি কোনও মেডিক্য়াল ইমার্জেন্সি থাকে, তবে যথাসম্ভব দ্রুত এই নথি পাঠানোর ব্যবস্থা করতে হবে। আগে এই সময়সীমা ছিল ৭২ দিন।
পাশাপাশি রোগীদের মেডিক্যাল রেকর্ডও কম্পিউটারাইজড করার নির্দেশও দেওয়া হয়েছে নিরাপত্তা ও সহজে তথ্য খুঁজে বের করার জন্য। এই নির্দেশিকা প্রকাশের তিন বছরের মধ্যে সমস্ত মেডিক্যাল অনুশীলনকারীদের সমস্ত নথি সম্পূর্ণরূপে ডিজিটাইজ করতে হবে। তথ্য প্রযুক্তি আইন, ডেটা সুরক্ষা ও ব্য়ক্তিগত সুরক্ষা আইন মেনে এই কাজ করতে হবে।
যে সমস্ত চিকিৎসকরা ব্যক্তিগতভাবে চিকিৎসা অনুশীলন করেন, তাদেরও রোগীর চিকিৎসার পর তিন বছর অবধি বাধ্যতামূলকভাবে রেকর্ড রাখতে হবে বলে জানানো হয়েছে। নির্দেশিকায় আরও জানানো হয়েছে, রেজিস্ট্রার্ড চিকিৎসকদের পেশাগত উন্নতির জন্য প্রতি বছর বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রামে অংশ নিতে হবে। প্রতি পাঁচ বছরে কমপক্ষে ৩০ ঘণ্টার প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে হবে চিকিৎসকদের।
তবে নির্দেশিকার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল, চিকিৎসক ও তার পরিবার কোনও ফার্মাসিটিউক্যাল সংস্থা বা মেডিক্য়াল রিপ্রেজেন্টেটিভদের কাছ থেকে কোনও উপহার, ভ্রমণের সুবিধা, থাকার ব্যবস্থা, নগদ অর্থ বা আর্থিক কোনও উপহার গ্রহণ করতে পারবেন না কোনওভাবেই। ফার্মা সংস্থাগুলি বা স্বাস্থ্য সংস্থার আর্থিক সাহায্যপ্রাপ্ত কোনও সেমিনার, ওয়ার্কশপ বা কনফারেন্সেও অংশ নিতে পারবেন না।