Traffic Police Video: গাড়ির বনেটে টেনে নিয়ে যাচ্ছে ট্রাফিক পুলিশকে, হাড়হিম করা দৃশ্যের সাক্ষী পথচারীরা

Maharashtra: সিগনালে গাড়িটি আটকে পুলিশ তার কাগজপত্র দেখতে চাইছিলেন। আচমকাই গাড়িটি চলতে শুরু করে।

Traffic Police Video: গাড়ির বনেটে টেনে নিয়ে যাচ্ছে ট্রাফিক পুলিশকে, হাড়হিম করা দৃশ্যের সাক্ষী পথচারীরা
বনেটে ট্রাফিক কনস্টেবল।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 14, 2023 | 10:25 AM

মহারাষ্ট্র: আবার ট্রাফিক আইন (Traffic Police) ভেঙে গাড়ির দৌরাত্ম্য। আর তা রুখতে গিয়ে ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে হল পুলিশ কর্মীকে। গাড়ির বনেটে টেনে নিয়ে যাওয়া হল প্রায় ১ কিলোমিটার রাস্তা। মহারাষ্ট্রের পালঘরের বাসাই এলাকায় এই ঘটনা ঘটেছে। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে। একটি গাড়ি ট্রাফিক সিগনাল ভেঙে দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করলে ওই ট্রাফিক পুলিশ কনস্টেবল তাঁকে আটকানোর চেষ্টা করেন। এরপরই ভয়ঙ্কর কাণ্ড ঘটান গাড়ির চালক। গাড়ির বনেটে ওই ট্রাফিক কনস্টেবলকে তুলে গাড়ি ছোটান। আর এভাবেই অনেকটা রাস্তায় টেনেও নিয়ে যায় গাড়িটি। সংবাদসংস্থা জানিয়েছে, মানিকপুর পুলিশের কথায় গাড়ির চালক ১৯ বছর বয়সী এক যুবক। তাঁর কোনও বৈধ লাইসেন্সও ছিল না। চালককে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সাদা রঙের একটি গাড়ি এই ঘটনাটি ঘটায়। ওই গাড়ির নম্বর প্লেট উত্তর প্রদেশের। সিগনালে গাড়িটি আটকে পুলিশ তার কাগজপত্র দেখতে চাইছিলেন। আচমকাই গাড়িটি চলতে শুরু করে। বনেটে গিয়ে পড়েন ট্রাফিক কনস্টেবল। কিছুটা দূরে যাওয়ার পর ট্রাফিক সিগনালে আটকে পড়ে ওই গাড়িটি। তখনই কনস্টেবলকে উদ্ধার করেন স্থানীয় লোকজন।

এর আগেও এ ধরনের ছবি দেখা গিয়েছে। কখনও দিল্লি, কখনও উত্তর প্রদেশ কখনও আবার মধ্য প্রদেশ। দু’দিন আগেই দিল্লির ঘটনাটি ঘটেছিল। উত্তর পশ্চিম দিল্লির শালিমার বাগে প্রেম বালি পুলে ট্রাফিক হেড কনস্টেবলকে এভাবেই বনেটে তুলে টেনে নিয়ে যায় একটি সিগনাল-ভাঙা গাড়ি। উত্তর প্রদেশের গাজিয়াবাদেও সম্প্রতি এরকমই একটি ঘটনা ঘটে। এর আগে গত বছর মধ্য প্রদেশের ইন্দোরে এমনই ঘটনা দেখা গিয়েছিল।