মুম্বই : হনুমান চল্লিশা নিয়ে বিতর্কের কেন্দ্রে অমরাবতীর বিধায়ক নবনীত রানা ও তাঁর স্বামী রবি রানা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’র সামনে হনুমান চল্লিশা পড়াপ কথা ঘোষণা করেছিলেন এই দম্পতি। সেই নিয়ে তাঁদের বাড়ির সামনে বিক্ষোভ দেখান সেনা কর্মীরা। চাপের মুখে অবশেষে তাঁরা এই সিদ্ধান্ত বাতিলের কথাও জানিয়েছেন তাঁরা। তাঁরা জানিয়েছেন যে, প্রধানমন্ত্রীর মুম্বই সফরের জন্যই তাঁরা এই সিদ্ধান্ত বদলের কথা ঘোষণা করেছে। কারণ তাঁরা চান না নরেন্দ্র মোদীর সফরের আগে কোনও আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটুক। এই ঘটনায় এবার খর পুলিশ গ্রেফতার করল এই রানা দম্পতিকে। পাল্টা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, পরিবহন মন্ত্রী অনিল পরব ও শিবসেনা বিধায়ক সঞ্জয় রাউতের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে দম্পতি।
ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ উপধারার আওতায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বিভিন্ন গোষ্ঠীর মধ্য়ে বৈষম্য, শত্রুতা বা ঘৃণা প্রচার করার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। মহারাষ্ট্রের বিদর্ভ এলাকার নির্দল বিধায়ক হলেন নবনীত রানা ও রবি রানা। এই দম্পতি ঘোষণা করেছিলেন যে তাঁরা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’ এর সামনে হনুমান চল্লিশা পাঠ করবেন। তারপরই শিবসেনার তরফে এই সিদ্ধান্তের বিরোধিতা করা হয়। দম্পতির ঘোষণার পরই ‘মাতোশ্রী’-র বাইরে গতকাল থেকে শিবসেনা কর্মীরা ক্যাম্পিং শুরু করে। প্রাক্তন মুম্বই মেয়র ও শিবসেনা নেতা কিশোরী পেদেনকর বলেছেন, “রানা দম্পতির এই চ্যালেঞ্জ আমরা মেনে নিলাম। তাঁরা আসুক এখানে, আমরা তাঁদের স্বাগত জানাতে ও ‘প্রসাদ’ দিতে প্রস্তুত।” মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে হনুমান চল্লিশা পাঠের এই সিদ্ধান্তের পর শুক্রবার রানা দম্পতির কাছে নোটিসও পাঠায়। মুম্বই পুলিশ অনুরোধ করেছেন যাতে এই কাজ করে রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাঘাত না ঘটান তাঁরা। এরপর নিরাপত্তার কারণে ‘মাতোশ্রী’ ও সাউথ মুম্বইতে উদ্ভব ঠাকরের সরকারি বাসভবন ‘বর্ষা’ তে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়।
শনিবার সকালে রানা দম্পতির অ্যাপার্টমেন্টের বাইরে বিপুল সংখ্যক সেনা কর্মী জড়ো হন। তাঁরা স্লোগান তোলেন। তাঁরা ব্যারিকেড ভেঙে বিধায়ক দম্পতির বাড়ির প্রাঙ্গণে ঢুকে পড়ার চেষ্টা করেন। পুলিশ এসে তাঁদের থামায়। এবং বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে রবি রানা অভিযোগ করেছেন, “উদ্ধব ঠাকরে ক্ষমতার অপব্যবহার করছেন। পুলিশ আমাদের বাড়ির বাইরে বের হতে দিচ্ছে না। মুখ্যমন্ত্রী পুলিশকে এই নির্দেশ দিয়েছে। এবং শিবসেনা কর্মীরা আমাদের বাড়িতে হামলা চালানোর চেষ্টা করছে।” এদিনের এই বিশৃঙ্খলার পরই রানা দম্পতি ঘোষণা করলেন যে তাঁরা ‘মাতোশ্রী’-র বাইরে হনুমান চল্লিশা পাঠ করবেন না। এদিকে পুরো ঘটনায় রবি রানা উদ্ধব ঠাকরের ভর্ৎসনা করেছেন। তিনি বলেছেন, “এই শিবসেনা সেই শিবসেনা নয় যা বাল ঠাকরে গঠন করেছিলেন। সেই শিবসেনা আমাদের হনুমান চল্লিশা পাঠ করতে দিত।”
উল্লেখ্য, দম্পতির হনুমান চল্লিশা পাঠের সিদ্ধান্তে বিজেপির দিকে অভিযোগ উঠেছে। শিবসেনা নেতারা অভিযোগ করেছেন যে, রাজ্যে সেনার জোট সরকারকে হেনস্থা করতে চাইছে বিজেপি। সেই লক্ষ্য়ে ঘুঁটি হিসেবে ব্যবহার করছে রানা দম্পতি ও মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে-কে।
আরও পড়ুন : Rajnath Singh on AFSPA : জম্মু ও কাশ্মীর থেকে উঠছে আফস্পা? রাজনাথের কণ্ঠে কোন আভাস