Praful Patel: ‘কোনও দলের ১৫০ আসনে জয়ী হওয়ার ক্ষমতা আছে?’, শিবির বদলিয়েই বিরোধী জোট নিয়ে প্রশ্ন তুললেন প্রফুল্ল পটেল

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 05, 2023 | 9:19 AM

Opposition Unity: প্রফুল্ল পটেল বলেন, "যদি না কোনও বড় দল হয়, তাহলে জেতা অসম্ভব। আপনারা কি এমন কোনও দল দেখতে পাচ্ছেন যারা আগামী নির্বাচনে ১৫০টি আসন পাবে?"

Praful Patel: কোনও দলের ১৫০ আসনে জয়ী হওয়ার ক্ষমতা আছে?, শিবির বদলিয়েই বিরোধী জোট নিয়ে প্রশ্ন তুললেন প্রফুল্ল পটেল
প্রফুল্ল পটেল।
Image Credit source: PTI

Follow Us

মুম্বই: ইউপিএ জমানায় মন্ত্রী ছিলেন, পরিচিত ছিলেন এনসিপি প্রধান শরদ পওয়ারের (Sharad Pawar) অত্য়ন্ত ঘনিষ্ঠ সঙ্গী হিসাবে। সেই প্রফুল্ল পটেলই (Praful Patel) রবিবার সকলকে চমকে দিয়ে অজিত পওয়ারের শিবিরে নাম লেখান। মহারাষ্ট্রে মন্ত্রী পদ না পাওয়া সত্ত্বেও তিনি যেভাবে অজিত পওয়ারকে সমর্থন জানাচ্ছেন, তাতে জল্পনা শুরু হয়েছে যে প্রবীণ নেতা সরাসরি কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন। আগামী বছরই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। তার আগে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যে রদবদলের পরিকল্পনা করছে বিজেপি সরকার, তাতেই নতুন জায়গা পেতে পারেন প্রফুল্ল পটেল। এদিকে, বিজেপিকে হারাতে একজোট হওয়ার পরিকল্পনা করেছে বিরোধী দলগুলি। তবে জোটের বৈঠকের মাঝেই এনসিপির এই ভাঙন জোটের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। এবার বিরোধী জোট নিয়ে মুখ খুললেন প্রফুল্ল পটেলও। তিনি সাফ জানালেন, বিরোধীদের মধ্যে এমন কোনও জাতীয় দল নেই, যারা একা ১৫০টি আসনে জয়ী হওয়ার ক্ষমতা রাখে।

এনডিটিভি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রফুল্ল পটেলকে বিরোধী জোট ও লোকসভায় তাদের জেতার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “বিরোধীদের মধ্যে কেন্দ্রীয় দলের অভাব রয়েছে, যারা ১৫০টি আসনে জয়ী হওয়ার ক্ষমতা রাখে”। সঙ্গে সঙ্গেই তিনি বলেন, “আমি কোনও নির্দিষ্ট দলের নাম করছি না।”

তিনি বলেন, “যদি না কোনও বড় দল হয়, তাহলে জেতা অসম্ভব। আপনারা কি এমন কোনও দল দেখতে পাচ্ছেন যারা আগামী নির্বাচনে ১৫০টি আসন পাবে? অবশ্যই রাজনীতিতে কোনও কিছু অসম্ভব নয়। তবে বিষয়টি বিবেচনা করে দেখুন, কোনও দলই ১৫০টি আসন পাবে না। যদি আপনার কাছে ১৫০টি আসন না থাকে, তবে কোনও জাতীয় দল ওই সংখ্যা নিয়ে জোট সরকার গঠন করতে পারবে না। এরপরে তো গ্রহণযোগ্যতার বিষয়টি রয়েছে। কে নেতা হবেন? এমন বহু দল রয়েছে যারা অন্য দলের নেতাকে জোটের মুখ হিসাবে মানবেন না।”

উল্লেখ্য, গত ২৩ জুন বিহারের পটনায় বিরোধীদের জোট নিয়ে যে প্রথম বৈঠক হয়েছিল, তাতে শরদ পওয়ারের সঙ্গে যোগ দিয়েছিলেন প্রফুল্ল পটেলও। তবে তিনি যে বিরোধীদের উদ্যোগ নিয়ে খুব একটা খুশি হননি, তা সাফ জানিয়ে দেন। সাক্ষাৎকারে প্রফুল্ল পটেল বলেন, “আমি ওই বৈঠকে গিয়েছিলাম কিন্তু ২০২৪-এ বিজেপিকে হারাতে জোট গঠনের বিশেষ কোনও সম্ভাবনা দেখিনি।”

এনডিএ জোটে সামিল হওয়ার পরিকল্পনা থাকলে তিনি কেন বিরোধী জোটের বৈঠকে যোগ দিয়েছিলেন, এই প্রশ্ন করা হলে তিনি বলেন, “আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু গত সপ্তাহেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।”

Next Article