e ১২ ফেব্রুয়ারি দুই NCP-কে এক করতে চেয়েছিল অজিত, তার আগেই মৃত্যু, বড় কথা বলে দিলেন শরদ পওয়ার - Bengali News | NCP Leader Sharad Pawar Says Ajit Pawar Wanted to Merge 2 NCP Party, but His Death in Plane Crash Halted Talk | TV9 Bangla News

১২ ফেব্রুয়ারি দুই NCP-কে এক করতে চেয়েছিল অজিত, তার আগেই মৃত্যু, বড় কথা বলে দিলেন শরদ পওয়ার

NCP Merger: সাংবাদিক বৈঠকে শরদ পওয়ার জানান যে বিগত চার মাস ধরে দুই পার্টির একত্রিত হয়ে যাওয়ার কথা চলছিল। তবে দুঃখজনকভাবে বিমান দুর্ঘটনায় অজিত পওয়ারের মৃত্যুতে সেই আলোচনা থমকে গিয়েছে। ভবিষ্যতে কী হবে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

১২ ফেব্রুয়ারি দুই NCP-কে এক করতে চেয়েছিল অজিত, তার আগেই মৃত্যু, বড় কথা বলে দিলেন শরদ পওয়ার
ফাইল চিত্র।Image Credit source: X

|

Jan 31, 2026 | 12:11 PM

মুম্বই: অজিত পওয়ার আর নেই। তাঁর অবর্তমানে উপমুখ্যমন্ত্রীর পদ শপথ নেবেন স্ত্রী সুনেত্রা পওয়ার। তার আগেই বড় কথা বলে দিলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রতিষ্ঠাতা শরদ পওয়ার (Sharad Pawar)। যার কি না সেই দলের উপরেই আজ অধিকার নেই। সেই পার্টি অজিত পওয়ারের (Ajit Pawar)। আর শরদ পওয়ারের দলের নাম এনসিপি (শরৎ চন্দ্র পওয়ার)। আজ যদি অজিত পওয়ার থাকতেন, এই দুই দলই নাকি আবার এক হয়ে যেত।

শনিবার শরদ পওয়ার ইঙ্গিত দেন যে আগামী ১২ ফেব্রুয়ারি দুই পার্টির এক হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ভাইপো অজিত পওয়ারের মৃত্যুতে তা স্থগিত হয়ে গেল। তিনি বলেন যে তাঁর দল অর্থাৎ এনসিপি (শরৎ পওয়ার) দল রাজি থাকলেও, অজিত পওয়ারের শিবির আর দুই দলকে এক করে দেওয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে না।

সাংবাদিক বৈঠকে শরদ পওয়ার জানান যে বিগত চার মাস ধরে দুই পার্টির একত্রিত হয়ে যাওয়ার কথা চলছিল। তবে দুঃখজনকভাবে বিমান দুর্ঘটনায় অজিত পওয়ারের মৃত্যুতে সেই আলোচনা থমকে গিয়েছে। ভবিষ্যতে কী হবে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। শরদ পওয়ার বলেন, “অজিত পওয়ার বিমান দুর্ঘটনা দুই দলের এক হয়ে যাওয়ার আলোচনা থেমে গিয়েছে। আমাদের ইচ্ছা ছিল যে দুই পক্ষ এক হয়ে যাক।”

অজিত পওয়ারের মৃত্যু একদিকে যেমন একাধিক প্রশ্ন তুলে দিয়েছে, তেমনই দলের অন্দরেও শোরগোল পড়ে গিয়েছিল। এনসিপি প্রধানের অবর্তমানে যাতে উপ-মুখ্যমন্ত্রী পদ অন্য কারোর হাতে না চলে যায়, তার জন্য তড়িঘড়ি অজিত পওয়ারের স্ত্রী সুনেত্রা পওয়ারকে ওই পদে বসানো হচ্ছে। অন্যদিকে, শরদ পওয়ারও বারংবার ইঙ্গিত দিচ্ছেন যে দুই এনসিপির এক হয়ে যাওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, ২০২৩ সালের জুলাই মাসে এনসিপি ভেঙে দুই টুকরো হয়ে যায়। এনসিপির ৫৪ জন বিধায়কের মধ্যে ৪০ জন বিধায়ককে নিয়ে বেরিয়ে যান অজিত পওয়ার। যোগ দেন বিজেপির নেতৃত্বাধীন মহাযুতি জোটে।