NEET-PG Exam Date: ঘোষণা হল নিট-পিজি পরীক্ষার দিন, রয়েছে বড় টুইস্ট!

সুমন মহাপাত্র | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 05, 2024 | 3:11 PM

NEET-PG Exam: ন্যাশনাল বোর্ড অব এগজামিনেশনের তরফে আজ, শুক্রবার বাতিল হওয়া নিট-পিজি পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করা হয়। আগামী ১১ অগস্ট হতে চলেছে নিট-পিজি পরীক্ষা।

NEET-PG Exam Date: ঘোষণা হল নিট-পিজি পরীক্ষার দিন, রয়েছে বড় টুইস্ট!
প্রতীকী চিত্র
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: অবশেষে দিন ঘোষণা হল নিট-পিজি পরীক্ষার (NEET-PG Exam Date)। ন্যাশনাল বোর্ড অব এগজামিনেশনের তরফে আজ, শুক্রবার পিছিয়ে দেওয়া নিট-পিজি পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করা হয়। আগামী ১১ অগস্ট হতে চলেছে নিট-পিজি পরীক্ষা। তবে বড় চমক রয়েছে। এবার দুই শিফ্টে পরীক্ষা হবে, এমনটাই জানিয়েছে এনবিই।

নিট বিতর্কে তোলপাড় হয়েছে দেশ। নিট-ইউজি পরীক্ষায় বেনিয়ম, প্রশ্নপত্র ফাঁস ও গ্রেস মার্কস নিয়ে বিতর্কের জেরে বিক্ষোভে উত্তাল হয়েছিল দেশের বিভিন্ন প্রান্ত। তার মাঝেই গত ২২ জুন হওয়ার কথা ছিল নিট-পিজি পরীক্ষা। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। পরে এই পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছিল। আজ সেই পরীক্ষার দিন ঘোষণা করা হল।

NEET-PG পরীক্ষার নোটিস।

ন্যাশনাল বোর্ড অব এগজামিনেশনের তরফে আগামী ১১ অগস্ট নিট-পিজি পরীক্ষা হবে। এবার দুই শিফ্টে পরীক্ষা হবে।

প্রসঙ্গত, সম্প্রতিই প্রশ্নপত্র ফাঁস রুখতে অ্যান্টি-সাইবার ক্রাইম বিভাগের সঙ্গে দেখা করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর, কেন্দ্রের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখতে পরীক্ষা শুরু হওয়ার দুই ঘণ্টা আগে প্রশ্নপত্র তৈরি করা হবে।

Next Article