
ভোপাল: বাংলাদেশে ছিলেন আব্দুল। ভারতে আসতেই হয়ে গেলেন নেহা। না, তিনি ভোটার কার্ডই শুধু বদল করেননি। বদলেছেন নিজের রূপও। শনিবার ভোপাল বুধওয়ারা থেকে বাংলাদেশ অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার করা হয়েছে এক রূপান্তরকামীকে। নাম নেহা।
পুলিশি সূত্রে জানা গিয়েছে, ১০ বছর বয়সে ভারতে বাংলাদেশ হয়ে অনুপ্রবেশ করেছিল সে। সেই দেশে তার নাম ছিল আব্দুল কালাম। কিন্তু ভারতে ঢুকতেই নাম পেয়েছে নেহা। জানা গিয়েছে, প্রথম দিকে সে মুম্বইতেই থাকত। পরে চলে আসে ভোপালে। সেখানে গিয়ে বিভিন্ন রূপান্তরকামী সংগঠনেও যোগ দেয় নেহা।
তবে সে কি সত্যিই রূপান্তরকামী, সেই নিয়ে সন্দেহ রয়েছে পুলিশের। সর্বভারতীয় সংবাদমাধ্যম NDTV-এর একটি প্রতিবেদন তরফে জানা গিয়েছে, বাংলাদেশি আব্দুল ছদ্মবেশে থাকার জন্যই কি এতদিন নেহা নামে নিজেকে পরিচয় দিয়েছে? এমনকি, সেই স্বার্থেই আব্দুল রূপান্তরকামী সংগঠনগুলিতে যোগ দিয়েছিল কিনা ওই ব্যাপারটাও খতিয়ে দেখছে পুলিশ।
আপাতত ৩০ দিনের জন্য আব্দুলকে হেফাজতে রেখেছে পুলিশ। রাজ্যে অ্যাডিশনাল ডিসিপি শালিনী দিক্ষিৎ জানিয়েছেন, ‘ভোপালে প্রায় ১০ বছর ধরে থাকছে আব্দুল। এর আগে ছিল মহারাষ্ট্রে। গোপন সূত্র মারফৎই এই অবৈধ অভিবাসীর কথা জানতে পারি। ইতিমধ্যে আব্দুলের থেকে ভুয়ো পরিচয়পত্র, আধার কার্ড, পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। তাকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।’