মুম্বই: ঠাণের মীরা রোডের আকাশগঙ্গা বহুতলে গত তিন বছর ধরে ভাড়া থাকতেন সরস্বতী বৈদ্য (৩২) ও মনোজ সানে (৫৬)। কিন্তু বহুতলের অন্য বাসিন্দাদের সঙ্গে তেমন মিশতেন না তাঁরা। কথাও বলতেন না। তাঁদের ফ্ল্যাট থেকেই ক্রমাগত দুর্গন্ধ বের হচ্ছিল। থাকতে না পেরে তাঁদের প্রতিবেশীরা গিয়েছিলেন ফ্ল্যাটে। কিন্তু বার বার টোঁকা মারলেও ফ্ল্যাটের দরজা খোলা হয়নি। তা দেখেই সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে দরজা খোলা হলেও কিছুক্ষণের মধ্যে তা বন্ধ করে দেওয়া হয়। এর পরই বহুতল কর্তৃপক্ষকে বিষয়টি জানান লিভ ইন পার্টনারকে খুনে অভিযুক্ত মনোজের প্রতিবেশীরা। খবর যায় পুলিশ। তার পর সামনে আসে হত্যাকাণ্ডের ঘটনা।
ঠাণের মীরা রোডে আকাশগঙ্গা বহুতলের অন্য ফ্ল্যাটের বাসিন্দারা লিভ ইন সম্পর্কে থাকা যুগলের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পাচ্ছিলেন বলে জানিয়েছিলেন। এ বিষয়ে সোমেশ শ্রীবাস্তব নামের আকাশগঙ্গা বহুতলের এক বাসিন্দা বলেছেন, “দুর্গন্ধ বেরতে দেখে আমরা ওই ফ্ল্যাটে যায়। প্রথমে ধাক্কানোর পরও কেউ দরজা খোলেনি। তখন দরজার বাইরে দাঁড়িয়ে স্প্রে করার শব্দ শুনেছিলাম। এর পর মনোজ বেরিয়ে আসেন। মনোজ এসে বলেন কাজের প্রয়োজনে তিনি বাইরে যাবেন। এর পরই আমি বহুতল কর্তৃপক্ষকে জানাই। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই।” শ্রীবাস্তব নামে ওই প্রতিবেশী জানিয়েছেন, পুলিশ এসে দরজার ভেঙে ফ্ল্যাটে ঢোকে। তখন ফ্ল্যাটে ২টি কাটার ছিল বলে জানিয়েছেন ওই ব্যক্তি। তার মধ্যে একটি আবার ইলেকট্রেক কাটার। এ ছাড়াও পুলিশ ওই ফ্ল্যাটের রান্নাঘর থেকে তিনটি বালতি উদ্ধার করে। এই বালতিতেই সরস্বতীর দেহের টুকরো রাখা হয়েছিল বলে জানিয়েছেন শ্রীবাস্তব। সেই বালতিও উদ্ধার হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই কাটার এবং বেশ কিছু জিনিসকে প্রমাণ হিসাবে বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু ফ্ল্যাটের মধ্যে দুর্গন্ধ এত প্রবল ছিল, পুলিশকর্মীরা সেখানে তল্লাশি চালাতে পারেননি। তবে সরস্বতীর উদ্ধার হওয়া দেহের টুকরোর মধ্যে বেশ কিছু অঙ্গ ফ্ল্যাট থেকে মেলেনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশের অনুমান, সেই সব দেহাংশ অভিযুক্ত অন্যত্র সরিয়ে ফেলেছেন। এ বিষয়ে মুম্বইয়ের ডেপুটি পুলিশ কমিশনার জয়ন্ত বাজবালে বলেছেন, “মীরা রোড এলাকার একটি ফ্ল্যাট থেকে এক মহিলার টুকরো করা দেহ উদ্ধার করেছে পুলিশ। সেখানে এক যুগল লিভ ইন সম্পর্কে থাকতেন। ঘটনার তদন্ত চলছে।”
দিল্লির শ্রদ্ধা ওয়াকারের ঢঙে খুনের ঘটনা ঘটেছে মুম্বইয়ের শহরতলি ঠাণেতে। সেখানে এক মহিলাকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে লিভ ইন পার্টনারের বিরুদ্ধে। খুনের পর ধারালো অস্ত্র দিয়ে টুকরো করে কাটা হয় সরস্বতী বৈদ্য নামে ৩২ বছর বয়সী ওই মহিলা দেহ। এমনকি তাঁর দেহের কয়েক টুকরো প্রেসার কুকারে সেদ্ধ করার অভিযোগও উঠেছে। সেই ঘটনায় সরস্বতীর লিভ ইন পার্টনার অভিযুক্ত মনোজ সানেকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ। এই ভয়ঙ্কর খুনের ঘটনা প্রতিবেশীদের তৎপরতায় সামনে এসেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রতিবেশীদের থেকে খবর পেয়েই পুলিশ আসে ঠাণের ওই বহুতলে। তার পর সামনে আসে হাড় হিম করা খুনের ঘটনা।