
নয়া দিল্লি: বড় আপডেট আধারে। চালু হয়ে যাচ্ছে নতুন স্মার্ট ফেস অথেনটিকেশন ফিচার। এতদিন হোটেল, কলেজ এবং অন্যান্য জায়গায় আপনার পরিচয়পত্রের জন্য আধার কার্ডের সফট এবং হার্ড কপি চাওয়া হতো, কিন্তু এখন থেকে তা আর হবে না। UIDAI আধার কার্ডে স্মার্ট ফেস অথেনটিকেশন ফিচার যুক্ত করেছে। এবার আপনার স্মার্টফোনের সাহায্যে কেবল আপনার মুখ স্ক্যান করেই হয়ে যাবে সব কাজ। বেরিয়ে আসবে আপনার ‘আধার ডিটেইলস’। দিল্লিতে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আনুষ্ঠানিকভাবে অ্যাপটি চালু করেন।
সদ্য দিল্লিতে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আনুষ্ঠানিকভাবে অ্যাপটি চালু করেন। ডিজিটাল উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরে অ্যাপটি কীভাবে মানুষের কাজে লাগতে পারে, কীভাবে তা ব্যক্তি সুরক্ষা আরও নিরাপদ করতে পারে, এর ভাল দিকগুলিও ব্যখ্যা করেন কেন্দ্রীয় মন্ত্রী। পোস্ট করেন এক্স হ্যান্ডেলেও।
New Aadhaar App
Face ID authentication via mobile app❌ No physical card
❌ No photocopies🧵Features👇 pic.twitter.com/xc6cr6grL0
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) April 8, 2025
অশ্বিনী বৈষ্ণবের মতে, এর ফরে আধার যাচাই খুবই সহজ হবে। ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকবে। শুধু প্রয়োজন স্মার্টফোনের। মন্ত্রী বলছেন, এখন আর আপনাকে আপনার আধার কার্ডের কপি হার্ড এবং সফট কপিতে দিতে হবে না। বরং, স্মার্টফোনের সাহায্যে আপনার মুখ স্ক্যান করে আধার নম্বর যাচাই করা যেতে পারে।
কীভাবে কাজ করবে ফেস অথেনটিকেশন?
আধার কার্ডের ফেস অথেনটিকেশন ব্যবহার করতে, আপনাকে আপনার স্মার্টফোনে নতুন আধার অ্যাপ ইনস্টল করতে হবে। নির্দিষ্ট পদ্ধতির মধ্য দিয়ে যাওয়ার পরেই আপনি যে কারও মুখ স্ক্যান করে আধার যাচাই করতে পারবেন। এতে, সংশ্লিষ্ট ব্যক্তির সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনার স্মার্টফোনের স্ক্রিনে দেখা যাবে। তবে বর্তমানে আধার কার্ডের ফেস অথেনটিকেশন ফিচারটি বিটা টেস্টিং ভার্সনে পাওয়া যাচ্ছে। মনে করা হচ্ছে সাধারণ মানুষকে এটি ব্যবহার করার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে।