AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi Horror: দিল্লির ভয়াবহতা: প্রত্যক্ষদর্শীর বয়ান মিলিয়ে দিল নতুন সিসিটিভি ফুটেজ

CCTV Footage: সিসিটিভি ফুটেজে যে ইউটার্ন দেখা গিয়েছে, তা ৩টে বেজে ৩৪ মিনিটে। সে সময় গাড়ির নীচে যুবতীর দেহ দেখা গিয়েছে।

Delhi Horror: দিল্লির ভয়াবহতা: প্রত্যক্ষদর্শীর বয়ান মিলিয়ে দিল নতুন সিসিটিভি ফুটেজ
ঘাতক গাড়ি
| Edited By: | Updated on: Jan 02, 2023 | 3:25 PM
Share

নয়াদিল্লি: দিল্লির বর্ষবরণের রাতে তরুণীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বয়ানের সত্যতার প্রমাণ মিলল সিসিটিভি ফুটেজে। ২০ বছরের ওই যুবতীর স্কুটিতে চার চাকা গাড়ির ধাক্কা লাগে। তার পর থেকে গাড়ির সঙ্গে আটকে যায় যুবতীর জামা। সেভাবেই তাঁকে টানতে টানতে নিয়ে যায় ঘাতক গাড়ি। সেই ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছিলেন, গাড়িটি পথমধ্যে ইউটার্ন নিয়ে একই রাস্তা বেশ কয়েক বার ঘুরেছিল। রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজেও সেই ইউটার্নের দৃশ্য ধরা পড়েছে। ওই রাস্তাতেই ছিল দীপক ধাইয়া নামের এক ব্যক্তির চায়ের দোকান। তিনিই ইউটার্নের বিষয়টি জানিয়েছিলেন। দিল্লির কাঞ্ঝাওয়ালা রোডের লাডপুর গ্রামের কাছে গাড়িটিকে ইউটার্ন নিতে দেখেন দীপক।

বিষয়টি নিয়ে প্রত্যক্ষদর্শী দীপক ধাইয়া বলেছেন, “তখন রাত ৩টে বেজে ২০ মিনিট। আমি দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। সে সময়ই প্রচণ্ড জোরে একটা শব্দ শুনতে পেলাম। আমি ভেবেছিলাম কোনও গাড়ির টায়ার ফেটেছে। কিন্তু তার পরই দেখলাম এক তরুণীকে ঘষটাতে ঘষটাতে দ্রুত গতিতে ছুটছে একটি গাড়ি। আমি তৎক্ষণাৎ পুলিশকে খবর দিই।” দীপক আরও বলেন, “ওই রাস্তায় বেশ কয়েক বার ইউটার্ন নেয় গাড়িটি। গাড়িটিকে থামানোর চেষ্টা করেছিলাম। কিন্তু চালক গাড়ি থামায়নি। আমি পুলিশের কথায় বাইকটিকে ধাওয়া করি। মাঝপথে মেয়েটির দেহ গাড়ি থেকে পড়ে যায় এবং গাড়িটি পালিয়ে যায়। এটা কেবলমাত্র একটা দুর্ঘটনা হতে পারে না।” সিসিটিভি ফুটেজে যে ইউটার্ন দেখা গিয়েছে, তা ৩টে বেজে ৩৪ মিনিটে। সে সময় গাড়ির নীচে যুবতীর দেহ দেখা গিয়েছে। দীপকের মতে, গাড়ির নীচে ওই যুবতীকে নিয়ে প্রায় ১৮ থেকে ২০ কিলোমিটার যাওয়া হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বিষয়টি নিয়ে সরব হয়েছেন। এই ঘটনাকে লজ্জাজনক অ্যাখ্যা দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে প্রতিবাদও হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় গাড়িতে পাঁচ জন ছিলেন। সেই পাঁচ জনকেই গ্রেফতার করা হয়েছে। আদলতে তুললে তাঁদের তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।