AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EXPLAINED: যে যে ভাবে পাকিস্তানকে কাঁদিয়ে ছাড়ছে ভারত

ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (FATF) ধূসর তালিকায় পাকিস্তানকে অন্তর্ভুক্ত করার প্রয়াস শুরু করেছে ভারত। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সহায়তার দিক থেকেও ধাক্কা খেতে পারে পাকিস্তান। পাকিস্তানকে আইএমএফের ৭ বিলিয়ন ডলারের সহযোগিতা প্যাকেজের বিষয়েও আপত্তি চেপে রাখেনি ভারত।

EXPLAINED:  যে যে ভাবে পাকিস্তানকে কাঁদিয়ে ছাড়ছে ভারত
| Edited By: | Updated on: May 09, 2025 | 7:42 AM
Share

২২ এপ্রিল, জম্মু ও কাশ্মীরের পহলগাঁওতে নিরীহ ভারতীয় পর্যটকের উপরে পাক মদতপুষ্ট লস্কর জঙ্গিদের গুলিবৃষ্টিতে ২৬ জনের মৃত্যুর পর কেটে গিয়েছে ২ সপ্তাহ। ভারতের তরফে জবাব দেওয়া শুরু হয়ে গিয়েছে পাকিস্তানকে। তার আগে থেকেই LoC-তে লাগামছাড়া সংঘর্ষবিরতি ভেঙে গুলি চালিয়ে গিয়েছে পাক সেনা। যোগ্য জবাব দিয়েছে ভারতও। গত ৭ মে রাতে ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযান চালানো হলেও ভারত কিন্তু অনেক আগেই প্রত্যাঘাত শুরু করেছে। প্রথমে এক রাউন্ড গুলি না চালিয়েও ভারত পাকিস্তানকে কাঁদিয়ে ছেড়েছিল। আর এবার একেবারে হিসেব বুঝে নিয়েছে পাকিস্তান। ১. কূটনীতির চক্রব্যূহে ‘অভিমন্যু’ পাকিস্তান যখন বৈসরণ ভ্যালিতে পাক জঙ্গিদের নারকীয় হত্যালীলা চলে, তখনই আবার ভারত সফরে আসেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন