
২২ এপ্রিল, জম্মু ও কাশ্মীরের পহলগাঁওতে নিরীহ ভারতীয় পর্যটকের উপরে পাক মদতপুষ্ট লস্কর জঙ্গিদের গুলিবৃষ্টিতে ২৬ জনের মৃত্যুর পর কেটে গিয়েছে ২ সপ্তাহ। ভারতের তরফে জবাব দেওয়া শুরু হয়ে গিয়েছে পাকিস্তানকে। তার আগে থেকেই LoC-তে লাগামছাড়া সংঘর্ষবিরতি ভেঙে গুলি চালিয়ে গিয়েছে পাক সেনা। যোগ্য জবাব দিয়েছে ভারতও। গত ৭ মে রাতে ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযান চালানো হলেও ভারত কিন্তু অনেক আগেই প্রত্যাঘাত শুরু করেছে। প্রথমে এক রাউন্ড গুলি না চালিয়েও ভারত পাকিস্তানকে কাঁদিয়ে ছেড়েছিল। আর এবার একেবারে হিসেব বুঝে নিয়েছে পাকিস্তান। ১. কূটনীতির চক্রব্যূহে ‘অভিমন্যু’ পাকিস্তান যখন বৈসরণ ভ্যালিতে পাক...