New income tax bill: সোমবারই সংসদে নতুন আয়কর বিল পেশের সম্ভাবনা
New income tax bill: পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশের সময়ই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, চলতি অধিবেশনেই নতুন আয়কর বিল আনতে চলেছে সরকার। সাধারণ মানুষের জন্য সহজবোধ্য ভাষায় নতুন বিল লেখা হয়েছে বলে জানা গিয়েছে।

নয়াদিল্লি: আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা নিয়ে বাজেটে বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন আয়কর বিল আনার কথাও জানিয়েছেন। সেই নতুন আয়কর বিল সংসদে পেশ হওয়ার সম্ভাবনা সোমবার (১০ ফেব্রুয়ারি)।
পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশের সময়ই কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, চলতি অধিবেশনেই নতুন আয়কর বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রস্তাবিত বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
ইনকাম ট্যাক্স অ্যাক্ট অব ১৯৬১-র পরিবর্তে আসবে নতুন এই বিল। সূত্রের খবর, প্রস্তাবিত নতুন বিলের মাধ্যমে আয়করে নতুন কোনও পরিবর্তন আসবে না। প্রত্যক্ষ কর সংক্রান্ত আইনের সরলীকরণ, আইনি সংঘাত কমানো এবং কর কাঠামো সম্পর্কে সাধারণ মানুষের ধারণার অস্বচ্ছতা দূর করাই প্রস্তাবিত বিলের মূল লক্ষ্য।
বর্তমান কর কাঠামোয় ব্যাঙ্ক, অফিস কিংবা এমপ্লয়ারের থেকে পাওয়া TDS স্টেটম্যান, ফরেক্স ডিলারসের থেকে পাওয়া তথ্য, সম্পত্তি কেনাবেচার হিসেব, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ সংক্রান্ত তথ্য সম্বলিত জটিল ITR ফর্ম ফাইল করতে হয়। এবার পেশাদারী ট্যাক্স কনসালটেন্টের সহযোগিতা ছাড়াই মানুষ যাতে ইনকাম ট্যাক্স ফাইল করতে পারেন, সেই লক্ষ্যেই নতুন বিলকে সরলীকরণ করা হচ্ছে।
বর্তমানের ইনকাম ট্য়াক্স অ্যাক্ট ১৯৬১-এ ২৩টি চ্যাপ্টারে মোট ২৯৮টি সেকশন আছে। প্রস্তাবিত নতুন বিল পুরনো বিলের তুলনায় আয়তনে হবে সম্পূর্ণ অর্ধেক। সাধারণ মানুষের জন্য সহজবোধ্য ভাষায় নতুন বিল লেখা হয়েছে বলে জানা গিয়েছে।





