উপর দিয়ে চলবে ট্রেন, জাহাজ এলেই সরে যাবে, নতুন নজির গড়ছে রেল

আগামী বছরের মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে এই সেতু তৈরির কাজ। এখনও ৩৭০ মিটার অংশের কাজ বাকি আছে। এই কাজ সম্পন্ন হয়ে গেলে এক নজির তৈরি হবে ভারতীয় রেলে।

উপর দিয়ে চলবে ট্রেন, জাহাজ এলেই সরে যাবে, নতুন নজির গড়ছে রেল
নতুন সেতুImage Credit source: PTI

Nov 24, 2024 | 7:44 PM

নয়া দিল্লি: ভারতীয় রেলে তৈরি হতে চলেছে এক মাইলস্টোন। শুধুমাত্র সময়ের অপেক্ষা। ট্রায়াল সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। এবার পুরোপুরি চালু হওয়ার অপেক্ষা। তৈরি হয়েছে পাম্বান ব্রিজ। পাম্বান-মণ্ডপম সেকশনে ট্রেন চলে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে। আর ব্রিজের ওপর দিয়ে ট্রেন ছুটবে ৮০ কিমি প্রতি ঘণ্টায়। রামেশ্বরম ও মেনল্যান্ডের মধ্যে রেল যোগাযোগের ক্ষেত্রে এই ব্রিজ হয়ে উঠবে একটা বড় মাধ্যম।

পুরনো যে ব্রিজ আছে, তার সমান্তরালেই এই পাম্বান ব্রিজ তৈরি হয়েছে। সমুদ্রের ওপর তৈরি হওয়া সর্বাধিক দৈর্ঘ্যের সেতু এটি। আগের ব্রিজটির থেকে ৩ মিটার দীর্ঘ এটি। এই সেতুর তলা দিয়ে চলে যাবে জাহাজও। লন্ডন ব্রিজের আদলে সেই ব্যবস্থাও থাকছে পাম্বান ব্রিজে।

জাহাজের গতিবিধি বোঝার জন্য বিশেষ নেভিগেশন সিস্টেম আছে। জাহাজ এলেই সেতু উঠে যাবে ১৭ মিটার ওপরে। ইলেকট্রো মেকানিক্যাল সিস্টেমে উপরে উঠবে ওই সেতু। ফলে সমুদ্রে যান চলাচলেও কোনও অসুবিধা হবে না।

আগামী বছরের মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে এই সেতু তৈরির কাজ। এখনও ৩৭০ মিটার অংশের কাজ বাকি আছে। এই কাজ সম্পন্ন হয়ে গেলে এক নজির তৈরি হবে ভারতীয় রেলে। রেলের সাদার্ন সার্কেলের কমিশনার এএম চৌধুরী পাম্বান ও মণ্ডপম স্টেশনের মধ্যে ইতিমধ্যেই ইন্সপেকশন সেরেছেন। তাই ব্রিজের কাজ শেষ হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।