নয়া দিল্লি: চব্বিশের নির্বাচনের আগে লোকসভার সদস্য সংখ্যা দ্বিগুণের কাছাকাছি বাড়ানোর পরিকল্পনা রয়েছে বিজেপির, রবিবার দাবি করলেন কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি। এদিন একটি টুইটে তিনি দাবি করেন, বিজেপি চাইছে লোকসভার আসন এক হাজারেরও বেশি বাড়াতে। কিন্তু এমন করতে হলে জনমত নেওয়া অত্যন্ত জরুরি।
এ প্রসঙ্গে নিজের টুইটে বিজেপির একটি সূত্রের উল্লেখ করেছেন মণীশ। বলেছেন, ‘বিজেপির একটি অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে আমি জানতে পেরেছি যে, ২০২৪–এর ভোটের আগে লোকসভার সদস্য সংখ্যা এক হাজারের বেশি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আর সেই কারণেই নতুন সংসদ ভবন এক হাজার আসনের বেশি সংখ্যার আসন নিয়ে তৈরি হচ্ছে। যদি সত্যিই তাই হয়, তবে এটা করার আগে জনমত নেওয়া খুব জরুরি।’
লোকসভায় এই মুহূর্তে সদস্য সংখ্যা ৫৪৩। তা দ্বিগুণের কাছাকাছি বাড়াতে চাইলে স্বাভাবিকভাবেই সাংসদদের বসার আরও বড় জায়গা দরকার। যদিও সেন্ট্রাল ভিস্তা প্রকল্প রূপায়ণ হলে সে সমস্যা থাকবে না। পাশাপাশি এত সংখ্যক সাংসদের জিতে আসতে গেলে সংসদীয় ক্ষেত্রও আরও ভাগ করতে হবে। সে ক্ষেত্রে এমন পদক্ষেপ করতে গেলে তার আগে রীতিমতো ময়দানে নেমে সার্ভে প্রয়োজন। যদিও এমনও গুঞ্জন শোনা যায়, সে দিক নিয়েও ভাবনা চিন্তা চলছে। ওয়াকিবহাল মহল মনে করছে, প্রতিটি সংসদীয় ক্ষেত্রকে মাত্র দু’টি ভাগে বিভক্ত করে দিলেই সেই কাজ সহজে হয়ে যাওয়ার কথা।
I am reliably informed by Parlimentary colleagues in @BJP4India that there is a proposal to increase strength of Lok Sabha to 1000 or more before 2024. New Parliament Chamber being constructed as a 1000 seater.
Before this is done there should be a serious public consultation.— Manish Tewari (@ManishTewari) July 25, 2021
Job of MP is to make laws for country. Role was emasculated by 10 th schedule of Indian Constitution. To take care of development imperatives we have 73rd 74th Constitutional Amendment topped by legislative assemblies.If proposal to increase LS to 1000 is true it has implications https://t.co/1snzRy6bmC
— Manish Tewari (@ManishTewari) July 25, 2021
সংসদীয় ক্ষেত্র দ্বিগুণ করা নিয়ে আগেই সওয়াল করেছিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। জনসংখ্যা যে হারে বেড়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে সংসদ কেন্দ্রের সংখ্যা এক হাজার করা হোক বলে মত দিয়েছিলেন তিনি। আরও পড়ুন: তবে কি এবার অযোধ্যায় লড়বেন যোগী? গোবলয়ের ভোট নিয়ে জল্পনা উস্কে দিলেন বিজেপি বিধায়কই