আজ, ২৮ মে উদ্বোধন হতে চলেছে নয়া সংসদ ভবনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হবে নয়া সংসদ ভবনের। এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে শাসক-বিরোধী সমস্ত রাজনৈতিক দলকেই। জানা গিয়েছে, এ দিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ছাড়াও বহু কেন্দ্রীয় মন্ত্রী, লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া সহ এনডিএ জোট অন্তর্ভুক্ত কমপক্ষে ১৮ জন সদস্য় উপস্থিত থাকবেন। ২৫টি বিরোধী দলের তরফেও এই অনুষ্ঠানে সামিল হওয়ার কথা জানানো হয়েছে। অন্যদিকে, উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি সহ ২০টি বিরোধী দল। সকাল সাড়ে সাতটা থেকে শুরু হবে সংসদের উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
#WATCH | Prime Minister Narendra Modi interacts with several leaders after concluding his speech in Lok Sabha in the new Parliament. pic.twitter.com/NWiWZA1WRW
— ANI (@ANI) May 28, 2023
প্রধানমন্ত্রী বলেন, “নতুন সংসদ ভবন আধুনিক প্রযুক্তি ও পরিষেবায় পরিপূর্ণ। এই সংসদ ভবন ৬০ হাজারেরও বেশি শ্রমিকের কর্মসংস্থান করেছে। তাদের এই কঠোর পরিশ্রমকে সম্মান জানাতে আমরা ডিজিটাল গ্যালারি তৈরি করেছি।”
This building is equipped with modern facilities and equipped with the latest gadgets. It has given employment to over 60,000 labourers. We have created a digital gallery to honour their hard work: PM Modi in the new Parliament pic.twitter.com/u6H0zyKU2h
— ANI (@ANI) May 28, 2023
পঞ্চায়েত ভবন থেকে সংসদ ভবন, আমাদের অনুপ্রেরণা হল দেশ ও দেশের মানুষের উন্নয়ন। নতুন সংসদ ভবনের নির্মাণ নিয়ে আজ আমরা অত্য়ন্ত গর্বিত। একইসঙ্গে যখনই আমরা ভাবি ৪ কোটি মানুষের মাথার উপরে ছাদ ও ১১ কোটি শৌচালয় তৈরি হয়েছে বিগত ৯ বছরে, এটা আমাদের অপরিসীম তৃপ্তি দেয়। যখন আমরা নতুন সংসদ ভবনের আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে কথা বলি, তখন এটাও পরিপূর্ণবোধ দেয় যে আমরা ৪ লক্ষ কিলোমিটারেরও বেশি পথ তৈরি করেছি দেশের গ্রামগুলিকে সংযুক্ত করার জন্য।
পুরনো সংসদ ভবনে সকলের জন্য নিজেদের কাজ করতে কত সমস্যা হচ্ছিল, তা আমরা জানি। বসার জায়গার সমস্যা ছিল, প্রযুক্তিগত সমস্যা ছিল। বিগত দেড়-দুই দশক ধরে আলোচনা হচ্ছিল যে নতুন সংসদ ভবনের প্রয়োজন। আগামিদিনে সাংসদের সংখ্যা বাড়বে, ওরা কোথায় বসবেন? এটা সময়ের চাহিদা ছিল যে নতুন সংসদ ভবন তৈরি হোক। আমার বলতে গর্ব হচ্ছে আধুনিক সমস্ত প্রযুক্তির সুবিধা রয়েছে।
ভারতের মন্দির থেকে মূর্তি, ভারতের বাস্তু ও বিশেষজ্ঞতাকে তুলে ধরত। ভারতের কৌশল বিশ্বে সমাদৃত ছিল। কিন্তু শতাধিক বছরের দাসত্ব আমাদের থেকে এই গৌরব ছিনিয়ে নিয়েছে। এক সময়ে আমরা অন্য দেশের নির্মাণ দেখে মুগ্ধ হতাম। একবিংশ শতাব্দীতে ভারত দাসত্বের ভাবনাকে পিছনে ফেলে এসেছে। প্রাচীন কলার ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনছে। আজ নতুন সংসদ ভবনকে দেখে সকল ভারতীয় গর্বিত।
আমরা নতুন সংসদে লোকসভায় পবিত্র সেঙ্গোল স্থাপন করেছি। চোস সাম্রাজ্যে সেঙ্গোলকে কর্তব্য, রাষ্ট্র ও সুশাসনের প্রতীক ছিল। তামিলনাড়ু থেকে আগত আধিনমের সন্তরা আশির্বাদ দিতে এসেছিলেন। সংবাদমাধ্য়মে এই সেঙ্গোল নিয়ে একাধিক প্রতিবেদন বের হয়েছে। আমাদের সৌভাগ্য যে আমরা পবিত্র সেঙ্গোলকে তার গরিমা ফেরাতে পেরেছি। মান-মর্যাদা দিতে পেরেছি। যখনই সংসদে কার্যাবলী শুরু হবে, সেঙ্গোল আমাদের অনুপ্রেরণা জোগাবে।
The holy ‘Sengol’ was installed in Parliament today. In the Chola dynasty, the ‘Sengol’ symbolised justice, righteousness and good governance: PM Modi pic.twitter.com/AVNWGn4LJH
— ANI (@ANI) May 28, 2023
স্বাধীনতার ৭৫ তম বর্ষে, এই অমৃতকালে দেশের সাধারণ মানুষ এই নতুন সংসদ ভবন উপহার দিয়েছেন। আজ সকালেই সংসদ ভবনে প্রার্থনা করা হয়েছে। আমি সকল দেশবাসীকে শুভেচ্ছা জানাই। নতুন সংসদ ভবন আত্মনির্ভর ভারতের উত্থানের সাক্ষী হয়ে থাকবে। নীতিকে নির্মাণ, ইচ্ছাশক্তিকে কর্মশক্তিতে পরিণত হওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হবে। এই নতুন ভবন আত্মনির্ভর ভারতের সূর্যোদয়ের সাক্ষী। এই নতুন ভবন নতুন ও পুরাতনের সহ-অবস্থানের প্রতীক।
#WATCH | This new Parliament will become witness to the rise of a self-reliant India: PM Narendra Modi pic.twitter.com/NXKMeVSmoh
— ANI (@ANI) May 28, 2023
প্রধানমন্ত্রী মোদী বলেন, “প্রত্যেকটি দেশের উন্নয়নের যাত্রাতেই এমন কিছু মুহূর্ত আসে, যা চিরস্মরণীয় হয়ে থাকে। আজ, ২৮ মে এমনই একটি দিন। নতুন সংসদ ভবন শুধু একটা বিল্ডিং নয়, এটা দেশের ১৪০ কোটি মানুষের আকাক্ষ্মার প্রতীক। এই সংসদ ভবন বিশ্বকে দেশের কঠিন মনোবলকে তুলে ধরা হয়।”
#WATCH | The new Parliament isn’t just a building, it is the symbol of the aspiration of the 140 cr people of India. It gives a message to the world about India’s determination: PM Modi#NewParliamentBuilding pic.twitter.com/15XxWp8bZF
— ANI (@ANI) May 28, 2023
নতুন সংসদ ভবন উপলক্ষে ৭৫ টাকার কয়েনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
#WATCH | Prime Minister Narendra Modi releases a stamp and Rs 75 coin in the new Parliament. pic.twitter.com/7YSi1j9dW9
— ANI (@ANI) May 28, 2023
#WATCH | Rajya Sabha Deputy Chairman Harivansh reads out a message of President Droupadi Murmu in the new Parliament building pic.twitter.com/8kupF9h0h8
— ANI (@ANI) May 28, 2023
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির পাঠানো বার্তা পড়ে শোনালেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। নতুন সংসদ ভবনের উদ্বোধনে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সকলকে শুভেচ্ছা জানান। আগামিদিনে এই সংসদ ভবন অনেক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করবে বলেও তিনি জানান।
#WATCH | Rajya Sabha Deputy Chairman Harivansh reads out a message of Vice-President Jagdeep Dhankhar during the inauguration of new Parliament building pic.twitter.com/uWbkd9gDAg
— ANI (@ANI) May 28, 2023
#WATCH | “It is a matter of immense happiness that a new modern Parliament was constructed in less than 2.5 years under the leadership of PM Modi”: Rajya Sabha Deputy Chairman Harivansh in the new Parliament pic.twitter.com/CTJeoMEspJ
— ANI (@ANI) May 28, 2023
রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ বলেন, “এটা অত্যন্ত খুশির বিষয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মাত্র আড়াই বছরের মধ্যে নতুন আধুনিক সংসদ ভবন তৈরি সম্ভব হয়েছে।”
It is a matter of immense happiness that a new modern Parliament was constructed in less than 2.5 years under the leadership of PM Modi: Rajya Sabha Deputy Chairman Harivansh in the new Parliament pic.twitter.com/CpHOFZ3Ede
— ANI (@ANI) May 28, 2023
নতুন লোকসভায় জাতীয় সঙ্গীত গেয়ে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হল।
#WATCH | PM Modi in the new Lok Sabha, ceremony begins with National Anthem
Members of Parliament, CMs of different States and other dignitaries present pic.twitter.com/mFZoiigvQ8
— ANI (@ANI) May 28, 2023
সাভারকর জয়ন্তী উপলক্ষে নয়া সংসদ ভবনে সাভারকরের ছবিতে ফল দিয়ে শ্রদ্ধাঞ্জলি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
#WATCH | Prime Minister Narendra Modi pays tributes to VD Savarkar on the occasion of Savarkar Jayanti in the new Parliament. pic.twitter.com/CTy8fIPzUG
— ANI (@ANI) May 28, 2023
#WATCH | It is a very proud moment, says 97-year-old Vummidi Ethiraj of the Vummidi Bangaru Chetty family, the makers of the historic ‘Sengol’ on its installation in the new Parliament building. pic.twitter.com/uMenodSL5G
— ANI (@ANI) May 28, 2023
নতুন সংসদ ভবনের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লিখলেন, “সংসদের নতুন বিল্ডিং উদ্বোধনে আমাদের হৃদয় গর্ব, আশা ও প্রতিশ্রুতিতে পরিপূর্ণ হয়ে উঠেছে। আশা করি দেশকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাবে এই সংসদ ভবন।”
As the new building of India’s Parliament is inaugurated, our hearts and minds are filled with pride, hope and promise. May this iconic building be a cradle of empowerment, igniting dreams and nurturing them into reality. May it propel our great nation to new heights of progress. pic.twitter.com/zzGuRoHrUS
— Narendra Modi (@narendramodi) May 28, 2023
সংসদ ভবনের লোকসভা কক্ষে সেঙ্গোল প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন তার কিছু ছবি
PM Narendra Modi installed the historic ‘Sengol’ in the Lok Sabha chamber of the new Parliament building today pic.twitter.com/Ow5TCbUMoT
— ANI (@ANI) May 28, 2023
নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে একাধিক বিরোধী দল। এ দিন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে বলেন, “বিরোধী ছাড়া নতুন সংসদ ভবনের উদ্বোধন অসম্পূর্ণ। এর অর্থ হল দেশে কোনও গণতন্ত্র নেই।”
#WATCH | To open a new Parliament building without the Opposition makes it an incomplete event. It means there is no democracy in the country: NCP MP Supriya Sule, in Pune pic.twitter.com/K9gedWLtPq
— ANI (@ANI) May 28, 2023
#WATCH | Prime Minister Narendra Modi takes blessings from the seers before installing the historic ‘Sengol’ in the new Parliament building. pic.twitter.com/u4cdOHCHEb
— ANI (@ANI) May 28, 2023
#WATCH | ‘Sarv-dharma’ prayers are underway at the new Parliament building as the inauguration ceremony is led by PM Modi pic.twitter.com/6NyADeDZoM
— ANI (@ANI) May 28, 2023
নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে যে বিশেষ স্মারক তৈরি করা হয়েছে, তা উন্মোচন করলেন প্রধানমন্ত্রী।
#WATCH | PM Modi unveils the plaque to mark the inauguration of the new Parliament building pic.twitter.com/quaSAS7xq6
— ANI (@ANI) May 28, 2023
New Parliament inauguration: PM Modi installs sacred ‘Sengol’ in Lok Sabha chamber
Read @ANI Story | https://t.co/1qyt8EUbOv#PMModi #NewParliamentBuilding #NewParliament pic.twitter.com/N48gcoi9yp
— ANI Digital (@ani_digital) May 28, 2023
সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে এক বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের। সর্ব ধর্মের জন্য এই প্রার্থনা অনুষ্ঠানে সামিল হলেন প্রধানমন্ত্রী।
Delhi | PM Modi along with Lok Sabha Speaker Om Birla and Cabinet ministers attends a ‘Sarv-dharma’ prayer ceremony being held at the new Parliament building pic.twitter.com/lfZZpTDMHx
— ANI (@ANI) May 28, 2023
#WATCH | The ‘Sengol’ was consecrated amid Vedic chanting by Adheenams before its installation in the new Parliament building pic.twitter.com/lbYgDwZxkR
— ANI (@ANI) May 28, 2023
নির্মাণকর্মী থেকে সাফাইকর্মী, যারা নতুন সংসদ ভবন তৈরিতে সাহায্য করেছেন, তাদের চাদর পরিয়ে সম্মানিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
#WATCH | PM Narendra Modi felicitates the workers who helped in the building and development of the new Parliament House. pic.twitter.com/r6TkOQp4PX
— ANI (@ANI) May 28, 2023
নতুন সংসদের লোকসভা কক্ষে স্থাপিত হল সেঙ্গোল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সেঙ্গোল স্থাপন করেন। এরপরে তিনি তামিলনাড়ুর বিভিন্ন মঠ বা অধিনমের সন্তদের কাছ থেকে আশির্বাদ গ্রহণ করেন।
#WATCH | PM Modi receives blessings of seers of different Adheenams from Tamil Nadu after the installation of the ‘Sengol’ in the new Parliament building in Delhi pic.twitter.com/Hex1LaWA8X
— ANI (@ANI) May 28, 2023
ঐতিহাসিক সেঙ্গোল হাতে নিয়ে সংসদে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা কক্ষে স্থাপন করা হবে এই সেঙ্গোল।
#WATCH | PM Modi carries the historic ‘Sengol’ into the Lok Sabha chamber of the new Parliament building pic.twitter.com/wY206r8CUC
— ANI (@ANI) May 28, 2023
নতুন সংসদ ভবনে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার স্পিকার ওম বিড়লাকে পাশে নিয়ে প্রদীপ প্রজ্বলন করেন প্রধানমন্ত্রী।
সংসদ ভবনে চলছে পুজো। আচার-রীতি মেনে সেই পুজোতে সামিল হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাষ্ট্রাঙ্গে শুয়ে ‘সেঙ্গোল’কে প্রণাম জানালেন তিনি।
#WATCH | PM Modi bows as a mark of respect before the ‘Sengol’ during the ceremony to mark the beginning of the inauguration of the new Parliament building pic.twitter.com/7DDCvx22Km
— ANI (@ANI) May 28, 2023
#WATCH PM Modi and Lok Sabha Speaker Om Birla arrive at the new Parliament building for the inauguration ceremony pic.twitter.com/nHbfqFFYZh
— ANI (@ANI) May 28, 2023
নতুন সংসদ ভবন চত্বরে শুরু হল পুজো ও হোম। এই পুজোয় সামিল হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লোকসভার স্পিকার ওম বিড়লা। এক ঘণ্টা ধরে এই পুজো চলবে। পুজোর পর প্রধানমন্ত্রী সেঙ্গোল লোকসভার কক্ষে স্থাপন করবেন।
#WATCH PM Modi and Lok Sabha Speaker Om Birla begin pooja for the inauguration of the new Parliament building
The puja ceremony will continue for about an hour. After the puja, the PM will receive the ‘Sengol’ and install it in the new Parliament. pic.twitter.com/S13eVwZZD3
— ANI (@ANI) May 28, 2023
নতুন সংসদ ভবনে স্থাপিত মহাত্মা গান্ধীর মূর্তিতে পুস্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধার্ঘ জানালেন প্রধানমন্ত্রী মোদী।
#WATCH | PM Modi and Lok Sabha Speaker Om Birla pay floral tributes to Mahatma Gandhi at the Parliament House, ahead of the inauguration of the new building pic.twitter.com/NCt7kf5xQj
— ANI (@ANI) May 28, 2023
নতুন সংসদ ভবনের চত্বর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে রয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
#WATCH | PM Narendra Modi arrives for the inauguration of the new Parliament Building
He is accompanied by Lok Sabha Speaker Om Birla pic.twitter.com/uZFsSgPyiP
— ANI (@ANI) May 28, 2023
নতুন সংসদ ভবন উদ্বোধন উপলক্ষে বিশাল ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংসদ চত্বরে প্রধানমন্ত্রী পৌছতেই শুরু হল যজ্ঞ ও পুজো।
পায়ে হেঁটে নতুন সংসদ ভবনে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে জড়িয়ে ধরে স্বাগত জানান লোকসভার স্পিকার ওম বিড়লা। প্রথমেই তিনি গান্ধী মূর্তিতে প্রণাম জানান।
#WATCH | Odisha: Sand artist Sudarsan Pattnaik creates sand art of the new Parliament building at Puri Beach. pic.twitter.com/VV0OrHgEFg
— ANI (@ANI) May 27, 2023
বিজেপির নেতৃত্বে তৈরি এনডিএ জোটের কমপক্ষে ১৮ জন সদস্য উপস্থিত থাকবেন নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে। এনডিএ জোটের বাইরে কমপক্ষে ৭টি বিরোধী দলের সদস্যরা নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই দলগুলির মধ্যে থাকছে জনতা দল (সেকুলার), শিরোমণি আকালি দল, বিএসপি, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) বিজেডি, টিডিপি এবং ওয়াইএসআর কংগ্রেস।
২০টি বিরোধী দল নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে। এই দলগুলি হল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট, আম আদমি পার্টি, ডিএমকে, সমাজবাদী পার্টি, এনসিপি, জেডিইউ, আরজেডি।
সকলের বক্তব্য শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭৫ টাকার কয়েন ও স্ট্যাম্প প্রকাশ করবেন এবং বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়েই দুপুর দুটো-আড়াইটে নাগাদ সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হবে।
পুজো, সেঙ্গোল প্রতিস্থাপনা ও প্রার্থনাসভার পর দুপুর ১২টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে। জাতীয় সঙ্গীতের মাধ্যমেই শুরু হবে এই পর্বের অনুষ্ঠান। তারপর নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে দুটি শর্ট ফিল্ম দেখানো হবে। সংসদ ভবনের ভিতরেই ফিল্ম দুটি দেখানো হবে।
নতুন সংসদ ভবনের লোকসভায় স্থাপন করা হবে সেঙ্গোল। এই সেঙ্গোল স্থাপনের পর আয়োজন করা হয়েছে প্রার্থনা সভার। সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত লোকসভাতে প্রার্থনা সভা হবে। ওই প্রার্থনা সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, মন্ত্রিসভার সদস্যরা। এছাড়াও উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু-সন্ন্যাসীরা। সংসদে আদি শিব ও আদি শঙ্করার পুজো হবে বলে সূত্রের খবর।
দুই দফায় বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই সংসদ ভবনের দ্বারোদ্ঘাটন হবে। প্রথম দফার অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে ৭টায়। সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত বিশেষ পুজোর মাধ্যমে উদ্বোধন করা হবে গণতন্ত্রের পীঠস্থান নতুন সংসদ ভবনের। পুজোর পর সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে লোকসভা কক্ষে স্থাপন করা হবে সেঙ্গোল। অধ্যক্ষের আসনের পাশে স্থাপন করা হবে এই রাজদণ্ড।