Railway: ট্রেনে সোজা কার্গিল! ১ লক্ষ ৩১ হাজার কোটি টাকার প্রজেক্টে নতুন উচ্চতায় ভারতীয় রেল

Mar 13, 2025 | 9:17 PM

Railway: রেলমন্ত্রী আরও জানিয়েছেন, বিলাসপুর-মানালি-লেহ রেল লাইনের পুরো প্রজেক্ট রিপোর্ট তৈরি করে ফেলা হয়েছে। ওই রেলপথের জন্য ইতিমধ্যে সার্ভেও করে ফেলেছেন আধিকারিকরা।

Railway: ট্রেনে সোজা কার্গিল! ১ লক্ষ ৩১ হাজার কোটি টাকার প্রজেক্টে নতুন উচ্চতায় ভারতীয় রেল
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: বিলাসপুর-মানালি-লেহ রেল লাইনের জন্য খরচ হচ্ছে ১ লক্ষ ৩১ হাজার কোটি টাকা। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে এই তথ্য দেওয়া হয়েছে। উঁচু পার্বত্য অংশের উপর দিয়ে যাবে ট্রেন। বিপুল টাকা খরচ করা হচ্ছে এই লাইনের জন্য়। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই রেল লাইনের মাধ্য়মে কার্গিলের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। সম্প্রতি সংসদে লিখিত জবাবে এ কথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

রেলমন্ত্রী আরও জানিয়েছেন, বিলাসপুর-মানালি-লেহ রেল লাইনের পুরো প্রজেক্ট রিপোর্ট তৈরি করে ফেলা হয়েছে। ওই রেলপথের জন্য ইতিমধ্যে সার্ভেও করে ফেলেছেন আধিকারিকরা। ওই লাইনের দৈর্ঘ্য হবে ৪৮৯ কিলোমিটার। এই লাইনের কিছুটা অংশ লাদাখের উপর দিয়ে যাবে বলেও জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। প্রতিরক্ষা মন্ত্রক ওই লাইনকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।

মন্ত্রী শ্রীনগর-কার্গিল-লেহ রেল প্রজেক্টের কথাও উল্লেখ করেছেন, যার জন্য় খরচ হবে ৫৫,৮৯৬ কোটি টাকা। গত মাসে পেশ হওয়া বাজেটে রেলের জন্য় বরাদ্দ হয়েছে ২.৫২ লক্ষ কোটি। সেই বাজেটে ১০০ অমৃত ভারত ট্রেন, ২০০টি বন্দে ভারত ট্রেনের অনুমোদন দেওয়া হয়েছে।

সম্প্রতি রেল ভবন থেকে করা এক সাংবাদিক বৈঠকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যে ৪.৬ লক্ষ কোটি টাকার প্রকল্পের কাজ শেষ করা হবে।

Next Article