Punjab Government: ‘ঝাড়ু ব্যাটিং’ জাগাচ্ছে আশা! মন্ত্রিসভার বৈঠকে ২৫ হাজার সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত
Punjab government: প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের নেতৃত্বাধীন মন্ত্রিসভা বিভিন্ন সরকারি দফতরে ২৫ হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের বিভিন্ন দফতর, বোর্ড ও কর্পোরেশন গুলিতে কর্মী নিয়োগ হবে বলেই জানা গিয়েছে।
চণ্ডীগঢ়: সারাদেশেই কর্মসংস্থানের চিত্রটা অনেকটা একই রকম। মেধা, দক্ষতা থাকলেও উপযুক্ত চাকরি অমিল, এমনটাই মনে করে দেশের যুবসমাজ। তারমধ্যে করোনার সময়ে একের পর এক বেসরকারি সংস্থা যেভাবে কর্মীদের ছেঁটে ফেলেছে, তাতে বেসরকারি চাকরির প্রতি অনেকের আস্থাই উঠে গিয়েছে। অনেকেই তাই চাকরির নিশ্চয়তার কারণে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। তবে বেশিরভাগ চাকরি প্রার্থীই মনে করেন কী রাজ্য কী কেন্দ্র, সময়ে সরকারি চাকরির পরীক্ষা ও নিয়োগের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির অনীহা রয়েছে। সম্প্রতি বিপুল জনাদেশ নিয়ে প্রথম আঞ্চলিক দল হিসেবে একের বেশি রাজ্যে ক্ষমতায় আসার অনন্য নজির স্থাপন করেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের (Arvind Kejriwal) আম আদমি পার্টি (Aam Admi Party)। প্রাক্তন কমেডিয়ান তথা সাংসদ ভগবন্ত মানকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন কেজরীবাল। ইতিমধ্যে ভগবন্ত সহ পঞ্জাবের মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে। শপথ গ্রহণ করেই প্রথম মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা সরকারের।
Chaired the first cabinet meeting. The Punjab cabinet has approved notification of 25,000 job vacancies within one month.
As we promised before the election, jobs opportunities for our Punjab's youth will be the topmost priority of AAP Govt.
— Bhagwant Mann (@BhagwantMann) March 19, 2022
প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের নেতৃত্বাধীন মন্ত্রিসভা বিভিন্ন সরকারি দফতরে ২৫ হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের বিভিন্ন দফতর, বোর্ড ও কর্পোরেশন গুলিতে কর্মী নিয়োগ হবে বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে, পঞ্জাব পুলিশে ১০ হাজার ও অন্যান্য দফতরে ১৫ হাজার কর্মী নিয়োগ করা হবে। সরকার জানিয়েছে, একমাসের মধ্যেই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। টুইটারে মুখ্যমন্ত্রী মান এই সিদ্ধান্তের কথা জানিয়ে লেখেন, “এক মাসের মধ্যে ২৫ হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশকে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নির্বাচনের আগেই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে যুবদের কর্মসংস্থাকেই তৎপরতার সঙ্গে প্রাধান্য দেবে আম আদমি পার্টি সরকার।”
শনিবার সকালেই চণ্ডীগঢ়ে আম আদমি পার্টির ১০ জন বিধায়ক মন্ত্রী পদে শপথ নিয়েছিলেন। পঞ্জাব রাজভবনের অন্দরে গুরুনানক দেব অডিটোরিয়ামে মন্ত্রীদের শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত। প্রত্যেকেই পঞ্জাবি ভাষাতে শপথবাক্য পাঠ করেন। ১১৭ আসনের পঞ্জাবে একা লড়াই করে ৯২ টি আসনে জিতে ক্ষমতায় এসেছিল আম আদমি পার্টি। তাই সরকারের থেকে প্রত্যাশাও অনেক। মাদক পঞ্জাবের অন্যতম বড় সমস্যা, আপ সরকার কী ভাবে এই সমস্যা সমাধান করে, সেদিকেই নজর থাকবে সকলের।