ভোপাল: মাস ছয়েক আগে বিয়ে হয়েছিল এক দম্পতির। অনেক স্বপ্ন নিয়ে নতুন জীবন শুরু করেছিলেন তাঁরা। সম্প্রতি তাঁরা গিয়েছিলেন এক বিয়েবাড়িতে। সেখানে দিন কয়েক হুল্লোড় করেই কেটেছিল তাঁদের। বিয়ে মিটে যাওয়ার পর একটি গাড়ি করে ওই দম্পতি আর তাঁর পরিবারের আরও ২ জন ফিরছিলেন। বুধবার ভোরে বাড়ির উদ্দেশে বেরিয়েছিলেন তাঁরা। তাঁদের গাড়ি রাস্তা দিয়ে ছুটে চলেছিল দুরন্ত গতিতে। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে রাস্তার ধারে গাছে। এর জেরে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। এর পরই আগুন ধরে যায় গাড়িতে। এর জেরে মৃত্যু হয়েছে ওই নবদম্পতি-সহ মোট চার জনের। গাড়িতে আগুন ধরে জীবন্ত অবস্থায় পুড়ে গিয়েছেন তাঁরা। আগুন লাগার খবর পেয়েই দমকল ছুটে এসেছিল। কিন্তু দমকল আসতে আসতে সব শেষ। জীবন্ত দগ্ধ হয়েছেন একই পরিবারের চার জন। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের হারদা জেলায়।
রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ধাক্কা মারে রাস্তার ধারে গাছে। এর জেরে আগুন ধরে যায় ওই গাড়িতে। এর জেরে গাড়ির মধ্যে থাকা একই পরিবারের চার জন অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন। এর মধ্যে রয়েছেন এক নবদম্পতি। ঘটনা নিয়ে এক পুলিশ অফিসার বলেছেন, “হারদা জেলায় রাস্তার ধারে গাছে ধাক্কা মেরে আগুন ধরে যায় গাড়িতে। এর জেরে তিন পুরুষ ও এক মহিলার মৃত্যু হয়েছে। তাঁরা বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন। মৃতেরা সবাই একই পরিবারের সদস্য।” ঘটনার তদন্ত পুলিশ করছে বলে জানিয়েছে।
গত সপ্তাহেই একটি স্লিপার বাস একটি লরিতে ধাক্কা মারে। এর জেরে ৪ জনের মৃত্যু হয়। ১৫ জন আহত হয়েছিলেন। মধ্য প্রদেশের শাজাপুরে ঘটেছিল এই দুর্ঘটনা। বাসটি গুজরাতের আহমেদাবাদে যাচ্ছিল। এর এক সপ্তাহের মধ্যেই ফের পথ দুর্ঘটনায় ঘটল প্রাণহানি।