
বার্লিন: News9 Global Summit-এর দ্বিতীয় সংস্করণ নিয়ে হাজির TV9 Network। গতবছরের মতো এই বছরও শুরু হয়ে গিয়েছে এই আন্তর্জাতিক সম্মেলন। যা আয়োজিত হয়েছে জার্মানির স্টুগার্টে। ১০ অক্টোবর অর্থাৎ আজ এই সম্মেলনের শেষ দিন। এই সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি হল ‘দ্য় ইনোভেশন হ্য়ান্ডবুক’। যেখানে যোগ দেবেন বিশ্বের নানা দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা। তাঁরা তুলে ধরবেন নিজেদের কথা। তুলে ধরবেন নিজেদের উত্থানের কথা। জানাবেন কীভাবে একটি সফল ব্যবসা তৈরি করা সম্ভব।
এই অনুষ্ঠান উপস্থিত থাকবেন কোয়ান্টম সিস্টেমসের জান-ফ্রিডরিখ, ব্লকব্রেইনের সহ-প্রতিষ্ঠাতা হোনজা এনগো, এনএক্সটিজিএন ম্যানেজমেন্টের কার্যনির্বাহি কর্তা আনিয়া হেন্ডেল-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। এদিন ব্লকব্রেইনের হোনজা এনগো ভারত থেকে আগত প্রতিভাবান যুবকদের প্রশংসা করেছেন। তাঁর কথায়, ‘ভারত একটি প্রতিভাপূর্ণ দেশ। সেখানে প্রতিভার কোনও অভাব নেই বললেই চলে। তারা যদি এই প্রতিভাগুলিকে সঠিক ভাবে ব্যবহার করে, তা হলে এটি শুধু ভারতের জন্যই নয়। জার্মানির জন্যও অত্যন্ত উপকারী হতে পারে।’
জার্মান ইন্ডিয়া ইনোভেশন করিডরের ম্য়ানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ ভাসীন মনে করেন, ‘ভারতকে ১০ ট্রিলিয়ন ডলার ইকোনমিতে পরিণত করতে আরও বেশি বৃহৎশিল্পে বিনিয়োগ করতে হবে। যে কাজ পারবেন জার্মানির স্টার্ট-আপগুলি। ওদের স্টার্ট-আপ কোম্পানিগুলিকে স্বাগত জানালে, তা দিন শেষে ভারতের অর্থনীতিকেই বাড়তি অক্সিজেন জোগাতে সক্ষম হবে।’
আর শুধুই বৃহৎ শিল্পই নয়। বিনিয়োগ করতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশেও। ব্লকব্রেন নামে একটি সংস্থার সহ-প্রতিষ্ঠাতা হোনজ়া এনগোর কথায়, ‘আমাদের সংস্থা ইতিমধ্যে ভারতের এআই ইঞ্জিনিয়ারদের সঙ্গে কাজ শুরু করে দিয়েছে। যেহেতু সেখানে কোনও প্রতিভার অভাব নেই। তাই বলা যেতে পারে, তাদের মাধ্য়মেই বাড়তি মাইলেজ পাবে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ।’