ISIS terror arrested: দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার আইএস জঙ্গিগোষ্ঠীর মূল চক্রী

NIA: আরাফতের বিরুদ্ধে তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন, সে কর্নাটকের শিবামোগা জেলার বাসিন্দা। বিদেশে বসেই সে আইএস জঙ্গিগোষ্ঠীতে সদস্য নিয়োগে সক্রিয়ভাবে জড়িত। ম্যাঙ্গালুরুর মন্দিরে প্রেসার কুকার আইডি বিস্ফোরণেও জড়িত থাকার অভিযোগ রয়েছে আরাফতের বিরুদ্ধে।

ISIS terror arrested: দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার আইএস জঙ্গিগোষ্ঠীর মূল চক্রী
প্রতীকী ছবি।

| Edited By: Sukla Bhattacharjee

Sep 14, 2023 | 9:55 PM

নয়া দিল্লি: জঙ্গি অভিযানে গত দু-দিন ধরে উত্তপ্ত উপত্যকা। জঙ্গিদের গুলিতে পুলিশ আধিকারিক-সহ ৩ জওয়ানের মৃত্যু হয়েছে। এই আবহে বৃহস্পতিবার বড় সাফল্য পেল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার হল আইএস (ISIS) জঙ্গির মূল চক্রী। আরাফত আলি নামে ওই জঙ্গি এদিন বিকালেই কেনিয়ার নাইরোবি থেকে ভারতে আসে। দিল্লি বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করে এনআইএ।

এনআইএ-র মুখপাত্র জানান, ভারতে জঙ্গি কার্যকলাপ চালানোর অন্যতম চক্রী আরাফত আলি। এবারেও ভারতে নাশকতা করার পরিকল্পনা করে দিল্লিতে আসে বলে সূত্রের খবর। এদিন দিল্লি বিমানবমন্দরে নামার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করা হয়। এটা এনআইএ-র একটা বড় সাফল্য বলে তাঁর দাবি। তিনি আরও জানান, ২০২০ সালে আইএস জঙ্গিগোষ্ঠীর বিস্তারের সঙ্গে যুক্ত থাকা এবং ভারতে জঙ্গি কার্যকলাপের চক্রান্ত করার অভিযোগ উঠেছিল আরাফত আলির বিরুদ্ধে। তখন থেকেই সে পলাতক ছিল। বিদেশে বসেই আরাফত আইএস-এর ভারত-বিরোধী জঙ্গি কার্যকলাপ প্রচারের কাজ করছিল বলেও জানান তিনি।

আরাফতের বিরুদ্ধে তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন যে, সে কর্নাটকের শিবামোগা জেলার বাসিন্দা। বিদেশে বসেই সে মৌলবাদ এবং আইএস জঙ্গিগোষ্ঠীতে সদস্য নিয়োগে সক্রিয়ভাবে জড়িত। ম্যাঙ্গালুরুর মন্দিরে প্রেসার কুকার আইডি বিস্ফোরণেও জড়িত থাকার অভিযোগ রয়েছে আরাফতের বিরুদ্ধে।