NIA Raid: ISIS জাল বিছাচ্ছে ভারতে, চিরুনি তল্লাশি চালিয়ে NIA-এর হাতে গ্রেফতার ১৩

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 09, 2023 | 10:29 AM

ISIS Terror Module: মহারাষ্ট্র ও কর্নাটকের একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। রাজ্যগুলিতে ইসলামিক টেরর মডিউলের সূত্র ধরে তল্লাশি চালানো হচ্ছে। এখনও অবধি ১৩ জনের গ্রেফতারির খবর মিলেছে। ধৃতরা পুণের বাসিন্দা।

NIA Raid: ISIS জাল বিছাচ্ছে ভারতে, চিরুনি তল্লাশি চালিয়ে NIA-এর হাতে গ্রেফতার ১৩
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: দেশের মাটিতে ফের আইসিস মডিউলের খোঁজ (ISIS Terror Module)। জাতীয় তদন্তকারী সংস্থার তরফে মহারাষ্ট্র (Maharashtra) ও কর্নাটক (Karnataka) জুড়ে তল্লাশি চালানো হচ্ছে। জানা গিয়েছে, মহারাষ্ট্রের থানে, পুণে, মীরা ভায়ান্ডার সহ মহারাষ্ট্রের ৪০টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। এছাড়াও কর্নাটকের একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। বিশ্বের অন্যতম কুখ্যাত ও ভয়ঙ্কর সন্ত্রাসবাদী সংগঠন আইসিস মডিউলের খোঁজেই তল্লাশি চালানো হচ্ছে। কমপক্ষে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।  আটক করা হয়েছে আরও বেশ কয়েকজনকে।

এনআইএ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্র ও কর্নাটকের একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। রাজ্যগুলিতে ইসলামিক টেরর মডিউলের সূত্র ধরে তল্লাশি চালানো হচ্ছে। এখনও অবধি ১৩ জনের গ্রেফতারির খবর মিলেছে। ধৃতরা পুণের বাসিন্দা। আইসিসের সঙ্গে তাদের সরাসরি যোগসূত্র পাওয়া গিয়েছে।

সূত্রের খবর, এনআইএ-র হাতে বিশাল বড় আন্তর্জাতিক স্তরের সন্ত্রাসবাদী চক্রের তথ্য এসেছে। আইসিস যোগ রয়েছে এই  মামলায় এবং বিদেশি তহবিলের খোঁজও মিলেছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে জাতীয় তদন্তকারী সংস্থা। এনআইএ-র দাবি, ভারতে আইসিসের চরমপন্থী ধর্মীয় বিশ্বাস প্রচার চালানো হচ্ছিল। আইসিসের স্বঘোষিত নেতার খালিফার সঙ্গে তাদের যোগ রয়েছে। আইইডি বিস্ফোরক তৈরির বিশাল মডিউলেরও খোঁজ মিলেছে। দেশের মাটিতে বড়সড় সন্ত্রাসবাদী হামলা চালানোর পরিকল্পনা ছিল আইসিস মডিউলের, এমনটাই জানা গিয়েছে এনআইএ সূত্রে।

Next Article