
নয়া দিল্লি: পহেলগাঁওয়ের জঙ্গি হামলার তদন্তভার এনআইএ-র কাঁধে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে পহেলগাঁও জঙ্গি হামলার তদন্তভার নিল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। হামলার তদন্তে বিশেষ দল গঠন করছে এনআইএ।
পহেলগাঁওয়ের হামলার পরদিনই ঘটনাস্থলে পৌঁছেছিলেন এনআইএ-র আধিকারিকরা। জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গেই ছিল জাতীয় তদন্তকারী সংস্থা। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেও কথা বলেছেন তারা। এবার আনুষ্ঠানিকভাবে এনআইএ-র হাতে তদন্তভার তুলে দেওয়া হল।
জানা গিয়েছে, আইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে তদন্তকারী দল গঠন করা হবে। তদন্তে মনিটরিং করবেন ডিআইজি (DIG) এবং এসপি (SP) পদমর্যাদার অফিসার।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার প্রত্যেক মিনিটের বিবরণ সংগ্রহ করছে এনআইএ। গতকালই জঙ্গি হানায় নিহত বিতান অধিকারী ও সমীর গুহর বাড়িতে যান এনআইএ-র আধিকারিক। কথা বলেন পরিবারের সঙ্গে। ভিন রাজ্যের বাসিন্দা, যারা জঙ্গি হানায় নিহত হয়েছেন, তাদের সঙ্গে গিয়েও কথা বলেছেন।
কোন পথে জঙ্গিরা বৈসরন উপত্যকায় হামলা চালিয়ে পালিয়ে গিয়েছিল, সেদিকেও নজর রয়েছে এনআইএ।