দিনে নয়, রাতে টিকাকরণে উৎসাহী কাশ্মীরের গ্রামবাসীরা

arunava roy |

Jun 12, 2021 | 4:52 PM

৭টা থেকে ১১টা পর্যন্ত ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে বেশ উৎসাহী গ্রামবাসীরাও। ব্যতিক্রমী উদ্যোগ কাশ্মীরে (Kashmir)।

দিনে নয়, রাতে টিকাকরণে উৎসাহী কাশ্মীরের গ্রামবাসীরা
রাতে টিকাকরণ

Follow Us

শ্রীনগর: দিনের পরিবর্তে রাতে ভ্যাকসিনের (Vaccination) কর্মসূচি চলছে কাশ্মীরে। দেশে চোখ রাঙাচ্ছে করোনা (Covid)। সংক্রমণ ঠেকাতে নানা জায়গায় লকডাউন। আর লকডাউনের জেরেই রুজিরুটিতে টান পড়েছে বহু মানুষের। কাজের কারণে অনেকে আবার ভ্যাকসিন নিতে পারছিলেন না কাশ্মীরে।

তাই কর্মসূচিতে বদল এনেছেন স্বাস্থ্যকর্মীরা। যদিও ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে ইতিমধ্যেই সারা দেশে নজির গড়েছে ভূস্বর্গ। প্রায় ৭৫ শতাংশ মানুষ ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন প্রথম ও দ্বিতীয় টিকা। সেখানকার পুলিশ কর্মীরা সবাই ভ্যাকসিন পেয়ে গিয়েছেন। তবে রোজগারের কারণে কিছু মানুষ ভ্যাকসিন নিতে পারছিলেন না সকালবেলায়।

এবার তাদের জন্যই রাত ৭টা থেকে ১১টা পর্যন্ত ভ্যাকসিনের সময়সীমা জারি করলেন স্বাস্থ্যকর্মীরা। বন্দিপোরার ব্লক মেডিকেল অফিসার মাসরাত ইকবাল জানিয়েছেন, সমস্ত মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। মূলত উত্তর কাশ্মীর জেলার গ্রামের বাসিন্দাদের জন্য এমন উদ্যোগ।

কুদারা, সুমলার ও চন্ডাজি গ্রামের বাসিন্দারা সকালে কাজে বেরন। বাড়ি ফেরেন সন্ধ্যায়। তাঁদের জন্য বাড়িতে পৌঁছে ভ্যাকসিন দেবেন স্বাস্থ্যকর্মীরা। তিন গ্রামের বহু মানুষকে ইতিমধ্যেই ভ্যাকসিন দেওয়া হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই প্রত্যেকে করোনার ভ্যাকসিন পাবেন বলে আশা স্বাস্থ্যকর্মীদের। রাতে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে বেশ উৎসাহী গ্রামবাসীরাও।

আরও পড়ুন: সপ্তাহের শেষ দিন দাম বাড়ল জ্বালানির, কপালে ভাঁজ আমজনতার

Next Article