
নয়া দিল্লি: ভোটমুখী বাংলা ইতিমধ্যেই পেয়ে গিয়েছে বন্দে ভারত স্লিপার। এবার পাচ্ছে নতুন ‘অমৃত ভারত’। কয়েক দিনের মধ্যেই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ ও অসম সফরের প্রাক্কালে বড়সড় ঘোষণা করল রেল মন্ত্রক। দুই রাজ্য থেকে একযোগে ৯টি নতুন ‘অমৃত ভারত’ এক্সপ্রেস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত পরিযায়ী শ্রমিকদের যাতায়াতের সুবিধার্থে স্বল্প খরচে দ্রুতগামী এই ট্রেনের পরিষেবা শুরু করছে সরকার।
রেল সূত্রে খবর, এই ট্রেনগুলি পশ্চিমবঙ্গ ও অসম থেকে যাত্রা শুরু করে বিহার, উত্তরপ্রদেশ হয়ে দিল্লি, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র ও কর্নাটকের মতো বড় রাজ্যগুলিকে যুক্ত করবে। বিশেষত দক্ষিণ ভারতের চেন্নাই ও বেঙ্গালুরুর মতো কর্মসংস্থান কেন্দ্রগুলিতে পৌঁছানো এখন সাধারণ মানুষের জন্য অনেক সহজ ও সাশ্রয়ী হবে। এই তালিকায় উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার স্টেশনকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে, যেখান থেকে দক্ষিণ ভারত ও মুম্বইগামী একাধিক ট্রেন চলবে।
একনজরে ৯টি নতুন অমৃত ভারত রুট
১. গুয়াহাটি (কামাখ্যা) – রোহতক অমৃত ভারত এক্সপ্রেস
২. ডিব্রুগড় – লখনউ (গোমতী নগর)
৩. নিউ জলপাইগুড়ি – নাগেরকয়েল
৪. নিউ জলপাইগুড়ি – তিরুচিরাপল্লী
৫. আলিপুরদুয়ার – এসএসভিটি বেঙ্গালুরু
৬. আলিপুরদুয়ার – মুম্বই (পানভেল)
৭. কলকাতা (সাঁতরাগাছি) – তাম্বরম
৮. কলকাতা (হাওড়া) – আনন্দ বিহার টার্মিনাল (দিল্লি)
৯. কলকাতা (শিয়ালদহ) – বেনারস
সাধারণত অমৃত ভারত ট্রেনগুলিতে অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকলেও ভাড়ার ক্ষেত্রে সাধারণ মানুষের সামর্থ্যের দিকে নজর রাখা হয়। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে এই নতুন ট্রেনগুলি চালু হলে পরিযায়ী শ্রমিকদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধান হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।