নয়া দিল্লি: বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে ভারত। বিশ্বের উন্নত দেশগুলি আজ ভারতের সুদক্ষ যুবশক্তি, দুর্দান্ত বাজার, উন্নত প্রযুক্তি এবং সুষ্ঠু আইনের শাসনের কারণে এখানে বিনিয়োগের জন্য উৎসাহিত হচ্ছে। শনিবার নয়া দিল্লির একটি অনুষ্ঠান থেকে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। নয়া দিল্লিতে অনুষ্ঠিত রাইসিনা ডায়ালগ ২০২৩ এ অংশ নেন নির্মলা সীতারামন।
এই অনুষ্ঠান থেকে নির্মলা বলেন, এখন চাইলে সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে কেউ কথা বলতে পারেন। কিন্তু এর ফলে তাঁদের ব্যবসায় কোনও প্রভাব পড়ে না। এখানে সব ধরনের ব্যবসাকেই সম্মান জানানো হয়। বিশ্ব জুড়ে টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে ভারতের বৃদ্ধি নিয়ে তাঁর আত্মবিশ্বাসের কারণ জানতে চাওয়া হয় এই অনুষ্ঠানে। সেই প্রশ্নে তিনি বলেন, ভারতে দৃঢ় উন্নতির জন্য ‘সঠিক সমন্বয়’ রয়েছে। দেশে যুবশক্তি রয়েছে। মধ্যবিত্ত সম্প্রদায়ও রয়েছে। তাঁরা নিজেরাই নিজেদের ক্রয়ক্ষমতা অনুযায়ী একটি শক্তিশালী দেশীয় বাজার চাহিদা তৈরি করেন। এছাড়াও পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা এবং ফিনটেক খাতে প্রযুক্তি-চালিত বিনিয়োগ রয়েছে।
নির্মলা আরও বলেন, “বিনিয়োগ বান্ধব কেবলমাত্র কেন্দ্রেই সীমাবদ্ধ নয়।” তিনি বলেছেন, রাজ্য স্তরেও বিনিয়োগ টানার জন্য বিভিন্ন প্রয়াস ও প্রতিযোগিতা দেখা গিয়েছে। তিনি বলেন, “অনেকেই এই প্রতিযোগিতায় নেমেছেন এবং বলছেন, আমাদের রাজ্য যথেষ্ট আকর্ষণীয় তো? বিনিয়োগ টানার জন্য আমরা বিনিয়োগকারীদের প্রলুব্ধ করতে পারছি তো? এরকম অনেক কিছুই বলা হয়।” এদিকে তিনি বিভিন্ন দেশের সঙ্গে ভারতের তুলনাও টানেন। তিনি এই অনুষ্ঠানে বলেছেন, এই দেশ থেকে হঠাৎ করে গ্রেফতার বা নিখোঁজ হয়ে যান না। আবার কেউ হঠাৎ করেও আবির্ভাবও হন না। অনেকের অভিমত, চিন থেকে আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা-র অন্তর্ধানের ঘটনাই তিনি বুঝিয়েছেন।