Nita Ambani: অর্থকষ্ট দেখেছেন নীতা অম্বানীরও, টাকার অভাবে পূরণ করতে পারেননি ছোটবেলার স্বপ্ন

Nita Ambani: আজীবন ধনী ছিলেন না নীতা অম্বানী। এমনকী, অর্থকষ্টের কারণে উচ্চশিক্ষার স্বপ্নও অপূর্ণ রয়ে গিয়েছিল।

Nita Ambani: অর্থকষ্ট দেখেছেন নীতা অম্বানীরও, টাকার অভাবে পূরণ করতে পারেননি ছোটবেলার স্বপ্ন
নীতা অম্বানী।Image Credit source: PTI

|

Feb 19, 2025 | 4:33 PM

লন্ডন: দেশের সবথেকে ধনী ব্যক্তির স্ত্রী তিনি। নিজের সম্পত্তিও ২৫০০ কোটির কাছাকাছি। তবে আজীবন তিনি ধনী ছিলেন না। এমনকী, অর্থকষ্টের কারণে উচ্চশিক্ষার স্বপ্নও অপূর্ণ রয়ে গিয়েছিল। হার্ভার্ড ইন্ডিয়া কনফারেন্স ২০২৫-এ সামিল হয়ে নিজের শৈশবের স্বপ্ন নিয়েই কথা বললেন রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা অম্বানী।

হাভার্ড-ইন্ডিয়া কনফারেন্সে নীতা অম্বানী বলেন, “আমাকে এটা বলতেই হবে, আজ সকালেই আমার মা দুই পুত্রবধূ, শ্লোকা ও রাধিকাকে ফোন করেন এবং বলেন, যখন নীতার অল্প বয়স ছিল তখন ওর খুব ইচ্ছা থাকা সত্ত্বেও অর্থকষ্টের কারণে আমরা ওকে হাভার্ডে পাঠাতে পারিনি। এখন ওকে হাভার্ডে বক্তব্য রাখার জন্য ডাকা হচ্ছে। আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই আমার মাকে আজ খুশি করার জন্য।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর স্বামী মুকেশ অম্বানীর মধ্যে কাউকে বাছতে বললে, কাকে বেছে নেবেন, এই প্রশ্নের উত্তরে মজার জবাব দেন নীতা অম্বানী। তিনি বলেন, “আমি মনে করি প্রধানমন্ত্রী মোদীজি দেশের জন্য ভাল, আর আমার স্বামী মুকেশ আমার বাড়ির জন্য ভাল।”

প্রসঙ্গত, বিশ্বখ্যাত ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুল সহ ১৫টি স্কুল পরিচালনের দায়িত্বে রয়েছেন নীতা অম্বানী।