Bihar Deputy CMs: এক নয়, দুই ডেপুটি নীতীশের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন সম্রাট চৌধরি ও বিজয় সিনহা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jan 28, 2024 | 1:29 PM

পটনা: মহাগঠবন্ধন জোট ভাঙলেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন তিনি। বিকেলেই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নতুন সরকার গঠন করবেন তিনি। ফের শপথ নেবেন মুখ্যমন্ত্রী হিসাবে। এদিকে ঘোষণা হয়ে গেল উপমুখ্যমন্ত্রীর নামও। একজন নয়, দুইজন উপমুখ্যমন্ত্রী হবে বিহারের নতুন সরকারে। বিহারের বিজেপির সভাপতি সম্রাট চৌধরি ও বিহার বিধানসভায় বিরোধী দলনেতা বিজয় সিনহা হবেন […]

Bihar Deputy CMs: এক নয়, দুই ডেপুটি নীতীশের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন সম্রাট চৌধরি ও বিজয় সিনহা

Follow Us

পটনা: মহাগঠবন্ধন জোট ভাঙলেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন তিনি। বিকেলেই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নতুন সরকার গঠন করবেন তিনি। ফের শপথ নেবেন মুখ্যমন্ত্রী হিসাবে। এদিকে ঘোষণা হয়ে গেল উপমুখ্যমন্ত্রীর নামও। একজন নয়, দুইজন উপমুখ্যমন্ত্রী হবে বিহারের নতুন সরকারে। বিহারের বিজেপির সভাপতি সম্রাট চৌধরি ও বিহার বিধানসভায় বিরোধী দলনেতা বিজয় সিনহা হবেন উপমুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, এ দিন সর্বসম্মতিতেই বিহারে এনডিএ সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজেপি, জেডিইউ ও অন্যান্য় জোটসঙ্গীদের নিয়ে সরকার গঠন করা হবে। ওই বৈঠকেই বিজেপির সভাপতি সম্রাট চৌধরিকে জোটের সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়। বিজয় সিনহাকে ডেপুটি সভাপতি হিসাবে বেছে নেওয়া হয়।

উপমুখ্যমন্ত্রী হিসাবে নাম সামনে আসতেই সম্রাট চৌধরি বলেন, “আমার জীবনে ঐতিহাসিক কাজ করল বিজেপি। বিধান পরিষদের নেতা হিসাবে নির্বাচিত হওয়া ও সরকারের অংশ হতে পেরেছি, আমার জন্য অত্যন্ত আবেগঘন মুহূর্ত এটি। ২০২০ সালে বিহারের উন্নয়নের জন্য ও লালু যাদবের ছড়ানো সন্ত্রাসের ইতি টানতেই আমরা মতাদেশ পেয়েছিলাম। যখন বিজেপি নীতীশ কুমারের কাছ থেকে বিহারে জঙ্গলরাজ শেষ করার প্রস্তাব পায়, তখন আমরা সেই প্রস্তাবে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিই।”

Next Article