পটনা: বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার। রবিবার সকালে তিনি রাজভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র আরলেকরের হাতে ইস্তফাপত্র তুলে দেন। ইস্তফা দেওয়ার পরই রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ কুমার বলেন, “সবকিছু ঠিক যাচ্ছিল না, তাই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলাম।”
চলতি সপ্তাহের গোড়া থেকেই জল্পনা শোনা যাচ্ছিল যে মহাগঠবন্ধন জোট ছেড়ে বেরিয়ে যাবেন নীতীশ কুমার। ফের এনডিএ-তেই যোগ দেবেন জেডিইউ প্রধান। সেই জল্পনাকে সত্যি করেই আজ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার। রবিবার সকালেই তিনি দলের পরিষদীয় বৈঠকে বসেছিলেন জেডিইউ নেতা। সকলের সঙ্গে কথা বলার পর ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। রাজভবনে গিয়ে ইস্তফা দেন মুখ্যমন্ত্রী পদ থেকে।
#WATCH | Patna | Bihar outgoing CM and JD(U) president Nitish Kumar says, “Today, I have resigned as the Chief Minister and I have also told the Governor to dissolve the government in the state. This situation came because not everything was alright…I was getting views from… pic.twitter.com/wOVGFJSKKH
— ANI (@ANI) January 28, 2024
ইস্তফা দেওয়ার পর এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ কুমার বলেন, “আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছি। এই সরকার ভেঙে দেওয়ার জন্যও আবেদন জানিয়েছি রাজ্যপালকে। সবকিছু ঠিক চলছিল না, তাই ইস্তফা দিলাম। আমি এতদিন চুপ ছিলাম, চারিদিকে দেখছিলাম। সবার মত গ্রহণ করেই ইস্তফা দিয়েছি। পুরনো গঠবন্ধন ভেঙে নয়া জোটে যাব। বিগত দেড় বছর ধরে যে জোট ছিল, তা আমার সঠিক বলে মনে হয়নি। যেভাবে অভিযোগ আসছিল, তা জনগণের খারাপ লাগছিল। সেই কারণেই এই সিদ্ধান্ত নিলাম।”
তিনি আরও বলেন, “আমি জোটকে সফল করানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোনও ফল মেলেনি।”