Indian Citizenship: আধার-প্যান-রেশন কার্ডে হবে না, আপনি ভারতীয় কি না, সেটা প্রমাণ করবে এই নথি

Indian Citizenship: সম্প্রতিই একাধিক বিদেশি নাগরিক, বিশেষ করে বাংলাদেশি ও রোহিঙ্গারা ভুয়ো আধার কার্ড, রেশন কার্ড বা প্যান কার্ড দেখিয়ে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের চেষ্টা করেছে। এরপরই এই সিদ্ধান্ত।

Indian Citizenship: আধার-প্যান-রেশন কার্ডে হবে না, আপনি ভারতীয় কি না, সেটা প্রমাণ করবে এই নথি
বড় সিদ্ধান্ত কেন্দ্রের।Image Credit source: PTI

|

Apr 30, 2025 | 4:38 PM

নয়া দিল্লি: আধার কার্ড বা প্যান কার্ড দেখালেও তা বৈধ পরিচয়পত্র হিসাবে গণ্য করা হবে না। ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে হলে, দেখাতে হবে ভোটার আইডি কার্ড। অন্য কোনও পরিচয়পত্র দেখালে তা নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য করা হবে না।

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে কেবল ভোটার আইডি কার্ড গণ্য করা হবে। সন্দেহভাজন বিদেশি নাগরিকরা জিজ্ঞাসাবাদ করলে, তাদের ভোটার কার্ডই দেখাতে হবে। আধার কার্ড, প্যান কার্ড বা রেশন কার্ড বৈধ পরিচয়পত্র হিসাবে গণ্য করা হবে না।

জানা গিয়েছে, কেন্দ্রের তরফেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতিই একাধিক বিদেশি নাগরিক, বিশেষ করে বাংলাদেশি ও রোহিঙ্গারা ভুয়ো আধার কার্ড, রেশন কার্ড বা প্যান কার্ড দেখিয়ে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের চেষ্টা করেছে। এরপরই এই সিদ্ধান্ত।

দিল্লি পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেন, “গত অক্টোবর থেকে শুরু হওয়া নাগরিকত্ব যাচাই অভিযানে দেখা গিয়েছে যে বহু বেআইনিভাবে বসবাসকারী বিদেশি নাগরিক আধার কার্ড, রেশন কার্ড ও প্যান কার্ড বানিয়ে নিয়েছে এবং তা ব্যবহার করে ভারতীয় নাগরিকত্ব দাবি করছে। রোহিঙ্গা রিফিউজিদের জন্য ইস্যু করা কার্ডও বানিয়ে নিয়েছে। তাই এবার থেকে নাগরিকত্ব প্রমাণের জন্য ভোটার আইডি কার্ড বা পাসপোর্টই গণ্য করা হবে।”

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, রাজ্য জুড়েই সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধির উপরে নজর রাখতে বলা হয়েছে। যদি কোনও ব্যক্তির কাছে বৈধ পরিচয়পত্র না পাওয়া যায়, তবে তাকে ফেরত পাঠানো হবে।

দিল্লিতে প্রায় ৩৫০০ পাকিস্তানি নাগরিক বসবাস করছে, যার মধ্যে ৫২০ জন মুসলিম। শনিবার ৪০০-রও বেশি পাকিস্তানিকে আটারি সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে।