Lok Sabha Election: জল্পনার অবসান, এনডিএ জোটে সামিল হবে না দেবগৌড়ার দল

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jul 26, 2023 | 1:16 PM

JD(S) - NDA alliance: জেডি (এস)-এর, এনডিএ জোটে সামিল হওয়ার জল্পনা উসকে দিয়েছিলেন খোদ দেবগৌড়ার পুত্র তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। গত সপ্তাহে কুমারস্বামী বলেছিলেন, রাজ্যের নবনির্বাচিত কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত জেডি (এস)।

Lok Sabha Election: জল্পনার অবসান, এনডিএ জোটে সামিল হবে না দেবগৌড়ার দল
গত ডিসেম্বরে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া (ফাইল ছবি)
Image Credit source: ANI

Follow Us

বেঙ্গালুরু: ১৯৯৬ সালে অকংগ্রেসী, অবিজেপি ফ্রন্ট সরকারের প্রধানমন্ত্রী হয়েছিলেন এইচডি দেবগৌড়া। অথচ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার লক্ষ্য নিয়ে যখন জোট বাঁধছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি, সেই জোটে ডাকা হয়নি জনতা দল (সেকুলার) বা জেডি (এস)-কে। এই পরিস্থিতিতে রাজনতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেছিলেন, লোকসভা নির্বাচনে এনডিএ জোটে সামিল হতে পারে জেডি (এস)। সেই সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করে দিলেন জেডি (এস) প্রধান এইচডি দেবগৌড়া। মঙ্গলবার (২৫ জুলাই), তিনি সাফ জানিয়েছেন, এনডিএ বা ইন্ডিয়া – কোনও জোটের সঙ্গেই জেডি (এস)-এর হাত মেলাবে না। আসন্ন লোকসভা নির্বাচনে এককভাবে লড়বে জেডি (এস)।

বস্তুত জেডি (এস)-এর, এনডিএ জোটে সামিল হওয়ার জল্পনা উসকে দিয়েছিলেন খোদ দেবগৌড়ার পুত্র তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। গত সপ্তাহে কুমারস্বামী বলেছিলেন, রাজ্যের নবনির্বাচিত কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত জেডি (এস)। শুধু মুখে নয়, বিধানসভার ভিতর জেডি (এস)-বিজেপির বিধায়করা একসঙ্গে কাজ করেও দেখিয়েছেন। সম্প্রতি ‘অশালীন এবং অসম্মানজনক আচরণ’-এর দায়ে বিধানসভা থেকে বরখাস্ত করা হয় ১০ বিজেপি বিধায়ককে। প্রতিবাদে বিজেপির সঙ্গে জেডি (এস) বিধায়করাও একসঙ্গে অধিবেশন বয়কট করেছিল। ফলে, বিধানসভার অন্দরে দুই দলের এই মিত্রতা, পরের বছরের লোকসভা নির্বাচনেও দেখা যেতে পারে বলে মনে করা হয়েছিল। কিন্তু, সেই জল্পনায় জল ঢেলেছেন জেডি (এস) সুপ্রিমো।

মঙ্গলবার বেঙ্গালুরুতে, এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করেন নবতিপর দেবগৌড়া। এককভাবে লড়ে যে কয়টি আসন জিততে পারবেন, তাতেই দল সন্তুষ্ট থাকবে বলে জানান তিনি। দেবগৌড়া বলেন, “লোকসভা নির্বাচনে এককভাবে লড়বে জেডি(এস)। আমরা হয়তো পাঁচ, ছয়, তিন, দুই বা একটিই আসন জিতব। কিন্তু, তাও আমরা এককভাবেই নির্বাচনে লড়ব, কোনও জোটে যাব না।” তিনি আরও জানিয়েছেন, কর্নাটকে সব আসনে প্রার্থী নাও দিতে পরে জেডি (এস)। তিনি বলেছেন, “কর্মীদের সঙ্গে আলোচনা করে দেখব, কোন কোন জায়গায় আমাদের শক্তি বেশি। শুধুমাত্র সেই জায়গাগুলিতেই আমরা প্রার্থী দেব।”

কর্নাটকের মোট লোকসভা আসনের সংখ্যা ২৮। ২০১৯ সালে এর মধ্যে ২৫টি আসনে জয় পেয়েছিল এনডিএ। কংগ্রেস এবং জেডি (এস) জোটে লড়েছিল, জিতেছিল মাত্র ১টি করে আসন। আরেকটি আসনে জয় পেয়েছিলেন নির্দল প্রার্থী। চলতি বছরের মে মাসে হওয়া বিধানসভা নির্বাচনে এককভাবেই লড়েছিল জে়ডি (এস)। ২২৪ আসনের মধ্যে ২০৯ আসনে প্রার্থী দিয়েছিল দেবগৌড়ার দল। জিতেছিল মাত্র ১৯টি আসনে। কাজেই এককভাবে লড়ে, জেডি (এস) বিশেষ সুবিধা করতে পারবে বলে মনে করছে না কাজনৈতিক মহল। তবে, রাজনীতিতে আকস্মিক অনেক কিছু ঘটে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এখনও বেশ কয়েকটা মাস বাকি।

Next Article