কোনও রদবদল নয়, বিরোধী দলনেতা থাকবেন অধীরই! জল্পনা তুঙ্গে

TV9 Bangla Digital | Edited By: সুমন মহাপাত্র

Jul 14, 2021 | 2:31 PM

Adhir Ranjan Chowdhury: সূত্রের দাবি, কংগ্রেসের বিরোধী দলনেতার পদেই থাকতে পারেন অধীরই।

কোনও রদবদল নয়, বিরোধী দলনেতা থাকবেন অধীরই! জল্পনা তুঙ্গে
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: লোকসভায় বাদল অধিবেশন শুরু ১৯ জুলাই। তার আগেই জোর জল্পনা, বিরোধী দলনেতার তকমা হারাতে পারেন অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তার জায়গায় সেই জায়গায় জি-২৩ নেতাদের মধ্যে কাউকে বসাতে পারে কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব। কিন্তু সেই জল্পনার উল্টো সুরে আসছে খবর। সূত্র মারফত জানা গিয়েছে, আপাতত বিরোধী দলনেতা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই কংগ্রেসের।

মূলত বিদ্রোহী নেতাদের বিদ্রোহ থামাতে এই পদে পরিবর্তনের কথা ভাবছিল কংগ্রেস। কিন্তু বিদ্রোহীদের চাপা স্রোত আটকাতে অধীর রঞ্জন চৌধুরীর মতো একনিষ্ঠ নেতাকে সেই পদ থেকে সরানোর বিরুদ্ধে কংগ্রেসের একাংশ। এ ছাড়া সনিয়া গান্ধীর সঙ্গে অধীরের সখ্যতাও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই সূত্রের দাবি, কংগ্রেসের বিরোধী দলনেতার পদেই থাকতে পারেন অধীরই।

রাজনৈতিক বিশ্লেষকরা একটা অন্য প্রসঙ্গও তুলে ধরছেন। তাঁদের মতে, বাংলায় নির্বাচনে বড় ব্যবধানে হেরেছে হাত শিবির। বিধানসভা নির্বাচন ২০২১-এ তাদের প্রাপ্ত আসন সংখ্যা শূন্য। তবে এই শূন্য থেকেও কংগ্রেসের প্রত্যাবর্তন হতে পারে অধীরের হাত ধরেই। তাঁকে যদি বিরোধী দলনেতার পদ থেকে সরানো হয়, তাহলে বাংলায় প্রদেশ কংগ্রেস আরও মার খাবে বলে মনে করছেন তাঁরা। তাই অধীর রঞ্জন চৌধুরীর আপাতত পদ হারানোর সম্ভাবনা নেই বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

প্রাথমিক ভাবে সূত্রের দাবি ছিল, বিরোধী দলনেতা হওয়ার দৌড়ে নেই রাহুল গান্ধী। জি-২৩ নেতাদের মধ্যে নাম উঠে আসছিল শশী থরুর, মনীষ তেওয়ারি, গৌরব গগৈ, রবনীত সিং বিট্টু ও উত্তম কুমার রেড্ডির। উল্লেখ্য, জি-২৩ নেতাদের নিয়ে অন্তর্কলহে বেশ কয়েকদিন ধরেই ভুগছে কংগ্রেস। সনিয়া গান্ধী মাঠে নেমেও সেই বিদ্রোহ সম্পূর্ণ নিভিয়ে দিতে পারেননি। এমতাবস্থায় ২০২৪ লোকসভা নির্বাচন ও একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের বিরোধী দলনেতা বদলের দাওয়াইয়ে সমতা বিধান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছিল। যদিও আপাতত সেই সম্ভাবনার নিশ্চয়তায় কোনও জোর নেই বলেই দাবি সূত্রের। আরও পড়ুন: লক্ষ্য ২০২৪, কংগ্রেসের পতাকা ধরবেন প্রশান্ত কিশোর! জল্পনা তুঙ্গে

Next Article